Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ধামরাই উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

মে ১৬, ২০২৪, ০৩:২১ পিএম


ধামরাই উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা ধামরাইয়ে বিভিন্ন অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাদ্দেছ হোসেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে নির্বাচন সংশ্লিষ্ট নানা অভিযোগ করেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাদ্দেছ হোসেন।

এ সময় তিনি জানান, ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন এক চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে আঁতাত করে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের বিভিন্ন কেন্দ্রে অনিয়ম করার নীলনকশা রচনা করেছেন।

গত দুইদিন যাবৎ বিভিন্ন স্কুল কলেজ, ও ব্যাংক কর্মকর্তার সঙ্গে গোপনে মিটিং করে এসব কার্যক্রম করে যাচ্ছে বলে অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী মোহাদ্দেছ হোসেন।

অভিযোগপত্র ও সংবাদ সম্মেলন থেকে প্রাপ্ত তথ্যমতে, এক প্রার্থীর পক্ষ নিয়ে তার সমর্থক চিহ্নিত পছন্দের লোকদের প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়ে তাকে বিজয়ী করার জন্য বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাচন অফিসার জাহিদ হোসেনের প্রত্যাহার চেয়েছেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাদ্দেছ হোসেন। ওই কর্মকর্তার প্রত্যাহার চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহাদ্দেছ হোসেন।

এ সময় ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাদ্দেছ হোসেন বলেন, আগামী ২১ মে ধামরাইয়ে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু উপজেলা নির্বাচন অফিসার জাহিদ হোসেন আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সাথে আঁতাত করে অবাধ সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করার জন্য পরিকল্পনা করে ওই প্রার্থীর চিহ্নিত সমর্থক ও পছন্দের লোকদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন। যাতে তারা কেন্দ্রে ওই প্রার্থীর পক্ষে সিল ও জাল ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষে নির্বাচন অফিসার জাহিদ হোসেনকে প্রত্যাহার ও ওইসব প্রিজাইডিং অফিসারদের রদবদল করতে হবে।

এ বিষয়ে কথা বলার জন্য নির্বাচন অফিসে গেলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

ইএইচ

Link copied!