Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নাটোরে জেলা প্রশাসক স্পোর্টস চ্যাম্পিয়নশীপ শুরু

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

মে ১৬, ২০২৪, ০৪:৫১ পিএম


নাটোরে জেলা প্রশাসক স্পোর্টস চ্যাম্পিয়নশীপ শুরু

নাটোরে ১৫ দিনব্যাপী জেলা প্রশাসক স্পোর্টস চ্যাম্পিয়নশীপ-২০২৪ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু নাছের ভূঁঞা।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, এই চ্যাম্পিয়নশিপে ১০টি খেলায় ৮টি দল অংশগ্রহণ করব। এদের মধ্যে যে দল সর্বোচ্চসংখ্যক বিজয় পাবে সেই দল জেলা প্রশাসক স্পোর্টস চ্যাম্পিয়নশীপ অর্জন করবে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জানান, এই টুর্নামেন্টে চারটি গ্রুপে বিভক্ত হয়ে ৭টি উপজেলা এবং ১টি পৌরসভার দলসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় সিংড়া ও নলডাঙ্গা উপজেলা দল একে অপরের মুখোমুখি হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সামিউল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়াড় ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রেজাসহ ৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকবৃন্দ।

উল্লেখ্য, ১৫ দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপে ক্রিকেটসহ ফুটবল, ব্যাডমিন্টন, দাবা, খো-খো, সেপাক টাকরো, ভলিবল, হ্যান্ডবল, টেনিস ও টেবিল টেনিস খেলা অনুষ্ঠিত হবে।

ইএইচ

Link copied!