Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ১৬, ২০২৪, ০৫:৩৯ পিএম


শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

ময়মনসিংহের হালুয়াঘাটে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষককে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার গাজিরভিটা ইউনিয়নের কচুয়াকুড়া গ্রামে ফজিলাতুন্নেছা কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রধান শিক্ষক গাজিরভিটা ইউনিয়নের সূর্যপুর গ্রামের হাফেজ আমিনুল ইসলামের ছেলে মো. গাফফার (৩০)।

এ ঘটনায় বুধবার মেয়ের দাদা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে শিক্ষককে আটক করে আদালতে প্রেরণ করে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সে গত (৯ মে) বৃহস্পতিবার সকালে মাদরাসায় আসে এবং পাঠদান শেষে রাত সাড়ে ৮টার সময় বাসায় যাওয়ার সময় তাকে বাসায় এগিয়ে দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক গাফফার মাদরাসা থেকে বের হয়ে মাদরাসার সামনে অশালীন আচরণ করার পাশাপাশি শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে এবং বিভিন্ন ধরনের বাজে কুপ্রস্তাব দেন। এতে শিক্ষার্থী রাজি না হওয়ায় শিক্ষক জোর জবরদস্তি ও ভয়ভীতি প্রয়োগ করে।

এ ঘটনাটি শিক্ষার্থী বাসায় গিয়ে তার পরিবারকে জানালে শিক্ষার্থীর দাদা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

ইএইচ

Link copied!