Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে হেডম্যান-কার্বারীদের অবহিতকরণ সভা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মে ১৬, ২০২৪, ০৬:১৯ পিএম


মাটিরাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে হেডম্যান-কার্বারীদের অবহিতকরণ সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে হেডম্যান-কার্বারীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে   সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে হেডম্যান-কার্বারীদের অবহিতকরণ সভা ও স্পট রেজিস্ট্রেশন কার্যক্রমে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চাইলা প্রু চৌধুরী, গোমতি মৌজার হেডম্যান রনজিৎ ত্রিপুরা, বাইল্যাছড়ি মৌজার হেডম্যান ত্রিদিব নারায়ণ ত্রিপুরা, বেলছড়ি মৌজার হেডম্যান জয়া ত্রিপুরাসহ উপজেলার হেডম্যান-কার্বারীরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান জানান, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সকল শ্রেণির মানুষ ও হেডম্যান-কার্বারীদের সুরক্ষায় সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে সরকার। ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা এ খাতে এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

ইএইচ

Link copied!