Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

ইসলামপুরে ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

মে ১৬, ২০২৪, ০৭:৩৯ পিএম


ইসলামপুরে ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ব্র্যাকের উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

নারীর ক্ষমতায়নের পথে বাল্যবিয়ে একটি অন্যতম প্রধান বাঁধা যা প্রতিরোধে আরও কার্যকরী সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করার লক্ষ্যে ১৬ মে উপজেলা পরিষদ হল রুমে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্ফ) এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন।

কর্মসূচি লক্ষ্য উদ্দেশ্য, স্বপ্নসারথি কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, অভিভাবকরা কমিউনিটি ওয়াচ গ্রুপ মিটিং আইন সহায়তা ইত্যাদি বিষয় উপস্থাপনা করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্ফ) এর জেলা ব্যবস্থাপক হাফিজা খানম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএম জামাল আবদুন নাসের হুসনা, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, ওসি সুমন তালুকদার।

সার্বিকভাবে সহযোগিতা করেন অফিসার সেল্ফ আব্দুররাজ্জাক এছাড়াও আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, সমমনা এনজিও প্রতিনিধি, নিকাহ রেজিস্টার, ধর্মীয় প্রতিনিধি, যুব প্রতিনিধিরা।

ইএইচ

Link copied!