Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভোলায় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

মে ১৭, ২০২৪, ০২:১২ পিএম


ভোলায় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

ভোলা জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নোমান (২৪) ও মো. মিলন (২৫) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম।

ভোলা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিপিএম সেবার দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখার (ডিবি) তত্ত্বাবধানে বৃহস্পতিবার রাতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় ভোলা সদর থানা এলাকার কাচিয়া ইউনিয়নে। এ সময় ৬নং ওয়ার্ডস্থ মুক্তিযোদ্ধা তছির আহম্মেদের ছেলে ফরিদের পরিত্যক্ত ঘরের সামনে খোলা জায়গা থেকে মাদক ব্যবসায়ী মো. নোমান, মো. মিলনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে ডিবি।

আটকৃত নোমান সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মো. আলমগীর এর ছেলে ও মিলন একই এলাকার ৬ নং ওয়ার্ডের মৃত তছির আহম্মেদের ছেলে।

আটক পরবর্তী আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইএইচ

Link copied!