Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে: পুলিশ প্রধান

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ প্রতিনিধি

মে ১৭, ২০২৪, ০৪:৫৯ পিএম


দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে: পুলিশ প্রধান

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সারাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে পুলিশ একটি সাফল্যজনক ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, পুলিশের কঠোর পরিশ্রমে বর্তমানে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে রাখতে প্রয়াস চালিয়ে যাচ্ছি। এজন্য প্রধানমন্ত্রী সময়ে সময়ে বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন। লজিস্টিক, ইকুয়েভমেন্ট আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে দেশে-বিদেশে ট্রেনিংয়ের মাধ্যমে বাহিনীকে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলেছেন।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জ লঞ্চঘাট এলাকায় পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট এসএমপির পুলিশ কমিশনার জাকির হোসেন খান, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আক্তার হোসেন, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাসসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

ইএইচ

Link copied!