Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

আড়াইহাজারে তরুণীকে ধর্ষণ, থানায় মামলা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মে ১৭, ২০২৪, ০৫:০৭ পিএম


আড়াইহাজারে তরুণীকে ধর্ষণ, থানায় মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৭ বছর বয়সী এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে ধর্ষিতা নিজে বাদী হয়ে অজ্ঞাত ৬ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে বুধবার গভীর রাতে আড়াইহাজার পৌরসভার চামুরকান্দি এলাকায় অজ্ঞাত ৫-৬ জন যুবক ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তরুণীর হাত পা বেঁধে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, তরুণীর পরিবারটি মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। মেঘনায় বাড়ি ভেঙে যাওয়ায় ৪ মাসে আগে আড়াইহাজারের চামুরকান্দি এলাকায় জায়গা কিনে বাড়ি বানিয়ে বসবাস করছিল। ঘটনার দিন রাত অনুমানিক আড়াইটায় তরুণীসহ তার মা তাদের বসত ঘরে ঘুমিয়ে থাকলে অজ্ঞাতনামা ৫-৬ জন লোক দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তরুণীকে মুখ চেপে ধরে  ঘর থেকে  বের  করে তাদের বাড়ির পাশে ভিকটিমের অপর এক আত্মীয়ের খালি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

স্থানীয় কাউন্সিলর মোমেনুল হক শুভ জানান, মেয়েটির বাড়ি ‏ব্রহ্মপুত্র নদের শাখার পাশে। এই এলাকার জুয়াড়ি ও বখাটেদের আড্ডা থাকে। তারা এই ঘটনা ঘটাতে পারে। ঘটনাটি মমার্ন্তিক। আমরা এর সঠিক বিচার চাই।

মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, পূর্ব কোন শক্রতা থেকে এই ঘটনা ঘটাতে পারে। অভিযুক্তদের গ্রেপ্তারের পুলিশ অভিযানে নেমেছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণঞ্জে প্রেরণ করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে ধর্ষকরা গ্রেপ্তার হবে।

ইএইচ

Link copied!