Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

মে ১৭, ২০২৪, ০৬:১৮ পিএম


পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রশিদুল ইসলাম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ি এলাকার লক্ষনাতের কামাত গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে নিজ ঘরে বৈদ্যুতিক সিলিং ফ্যানে তারের সাথে সংযোগ দিতে যায় রশিদুল ইসলাম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রশিদুল ইসলাম ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনসুর আলীর ছেলে।

ইউনিয়ন পরিষদের সদস্য মতিয়ার রহমান ও নিহতের পরিবারের লোকজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!