Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ফরিদগঞ্জে যুবকের আত্মহত্যা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

মে ১৭, ২০২৪, ০৬:২৫ পিএম


ফরিদগঞ্জে যুবকের আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে পরিবারিক কলহের জের ধরে এক সন্তানের জনক রেদওয়ান হোসেন (২৫) আত্মহত্যা করেছেন।

শুক্রবার সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহত্যার সংবাদ পেয়ে থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মৃধা বলেন, গত কয়েক বছর পূর্বে পাশের গ্রামের মফিজ মিয়ার মেয়ে খাদিজা আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় রেদওয়ানের৷ বিয়ের সময় খাদিজা আক্তার অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে বিয়েতে কাবিন হয়নি। তবে তারা দাম্পত্য জীবন শুরু করেন৷ রেদওয়ান ও খাদিজা দম্পতির ঘরে রাহাতুল ইসলাম নামে ১৮ মাস বয়সী এক সন্তান রয়েছে৷

সম্প্রতি তাদের পারিবারিক কলহ সৃষ্টি হয়৷ রেওয়ানের স্ত্রী তার বিরুদ্ধে যৌতুকের দাবি, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন৷ মামলা চলমান থাকায় তার স্ত্রী বাবার বাড়িতে শিশু সন্তানকে নিয়ে অবস্থান করছেন৷

রেদওয়ানের বোন রহিমা বেগম বলেন, আমার ভাই তার বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে, এ খবর পেয়ে আমি এসে প্রতিবেশীদের সহায়তা নিয়ে ভাইয়ের লাশ নামিয়ে বিছানায় রাখি৷ পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়৷

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!