Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কালকিনিতে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

মে ১৭, ২০২৪, ০৬:৫৭ পিএম


কালকিনিতে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

মাদারীপুরের কালকিনিতে আরিফা আক্তার (১৪) নামের ৮ম শ্রেণির এক মাদরাসা ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের কাজি কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিফা ওই এলাকার দিনমজুর আলামিন হাওলাদারের মেয়ে। সে মোল্লারহাট দারুচ্ছুন্নাত সাহেলিয়া ফাজিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফা প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে মাঠে ছাগল বেঁধে এসে ঘরের কাজ করে। তবে আশেপাশের লোকজন হঠাৎ খেয়াল করেন ঘরের সব দরজা জানালা বন্ধ এবং তার কোন সাড়াশব্দ নাই। কিছুক্ষণ পরে বাড়ির লোকজন তাকে ডাকতে থাকে। এতে কোন সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তখন ঘরের আড়ার সাথে গলায় ওড়ঁনা পেঁচানো ঝুলন্ত অবস্থায় আরিফাকে দেখতে পায়।

পরে থানা পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

কালকিনি থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!