Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪,

বান্দরবানের থানচিতে আগুন, বিজিবির প্রচেষ্টায় রক্ষা পেয়েছে বাড়িঘর-সম্পদ

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচি (বান্দরবান) প্রতিনিধি

মে ১৭, ২০২৪, ০৭:১৮ পিএম


বান্দরবানের থানচিতে আগুন, বিজিবির প্রচেষ্টায় রক্ষা পেয়েছে বাড়িঘর-সম্পদ

বান্দরবানের থানচির থুইসাপাড়ায় পাহাড়ি পাড়াতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার (১৭ মে) সকালে বিজিবি‍‍`র বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধীনস্থ জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ থুইসাপাড়ায় পাহাড়িদের বসত ঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। 

আগুন লাগার সংবাদ পেয়ে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প হতে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে থুইসাপাড়ায় ছুটে যায় এবং বিজিবি সদস্যরা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারসহ বিভিন্ন উপায়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিজিবি সদস্যদের কয়েক ঘণ্টার প্রাণান্তকর চেষ্টায় দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে থুইসাপাড়ায় বেশ কয়েকটি বসতবাড়ি পুড়ে যায়। তবে বিজিবি সদস্যদের প্রাণান্তকর প্রচেষ্টায় পাহাড়ি বসতঘর ও তাদের অন্যান্য সম্পদ রক্ষা পায়।

আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন পাহাড়ি আহত হয়। বিজিবি ক্যাম্পের মেডিকেল সহকারী তাদেরকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেরকে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে দুপুরের খাবার সরবরাহ করা হয়।

ইএইচ/আরএস

Link copied!