Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

মে ১৮, ২০২৪, ০৫:৫০ পিএম


জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, এই সরকারের সময়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করেছে। জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া সড়ক শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় লোকবল ও লজিস্টিক সাপোর্ট পুলিশের রয়েছে।

শনিবার বিকালে মৌলভীবাজার পুলিশ লাইনে মুক্তিযুদ্ধ বিষয়ক টেরাকোটা মৃত্যুঞ্জয়ীর উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এরপর পুলিশ সুপার কার্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার শাহ মিজান শফিউর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, ডিআইজি, সিলেট রেঞ্জ এসএমপি, শাহ মিজান শাফিউর রহমান বিপিএম-বার পিপিএম-সেবা, ডিআইজি সিলেট রেঞ্জ মো. জাকির হোসেন খান পিপিএম, পুলিশ কমিশনার সৈয়দ হারুনুর রশিদ, অতিরিক্ত ডিআইজি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ পুলিশ সুপার মো. রওশনুজ্জামান সিদ্দিকী, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত ডিআইজি, মো. হুমায়ুন কবির, কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি জেদান আল মুসা, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, হবিগঞ্জ জেলা আক্তার হোসেন বিপিএম সেবা, মোহাম্মদ এহসান শাহ্ পুলিশ সুপার সুনামগঞ্জ।

ইএইচ

Link copied!