Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চাঁদপুরে দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট নো ফুয়েল’ কর্মসূচি উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মে ১৮, ২০২৪, ০৬:১০ পিএম


চাঁদপুরে দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট নো ফুয়েল’ কর্মসূচি উদ্বোধন

সড়কে দুর্ঘটনা প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে হেলমেট পরিধান নিশ্চিতে পূর্বঘোষিত ট্রাফিক জনসচেতনতা মূলক কর্মসূচি পরিচালনা করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম বার।

নো হেলমেট, নো ফুয়েল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে এবং শহর ও যানবাহন শাখা চাঁদপুরের আয়োজনে শনিবার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, সড়কে দুর্ঘটনা রোধে আপনাদের সচেতনতা জরুরি। তাই মোটরসাইকেল চালকরা অবশ্যই মাথায় হেলমেট পরিধান করবেন। অন্যথায় জননিরাপত্তা নিশ্চিতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিএসবি চাঁদপুরের অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা চাঁদপুর, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, চাঁদপুর, চালক-শ্রমিকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!