Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফেনীতে ১৮২ বস্তা ভারতীয় চিনি আটক

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মে ১৯, ২০২৪, ০২:২৭ পিএম


ফেনীতে ১৮২ বস্তা ভারতীয় চিনি আটক

ফেনীর পরশুরাম সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আসা ১৮২ বস্তা ভারতীয় চিনি আটক করেছে বর্ডার গার্ড ব্যাটেলিয়ান (বিজিবি)। তবে, এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা।

রোববার ফেনীস্থ ৪ বিজিবির সহকারী পরিচালক আবু লেইছ এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত চিনিগুলো কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিজিবির পরশুরাম মজুমদার বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার শওকত হোসেনের নেতৃত্বে একটি দল শুক্রবার দিবাগত রাতে টহল দিচ্ছিলেন। এ সময় সীমান্ত থেকে বাংলাদেশের ৪ গজ অভ্যন্তরে বটতলা এলাকায় ১৮২ বস্তা ভারতীয় চিনি দেখতে পায়। এরপর চিনিগুলো সেখান থেকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চিনিগুলো কাস্টমসে জমা দেওয়া হয়।

ইএইচ

Link copied!