Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নান্দাইলে কুকুরের কামড়ে একজনের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ১৯, ২০২৪, ০২:৫৮ পিএম


নান্দাইলে কুকুরের কামড়ে একজনের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে কুকুরের কামড়ে মোহাম্মদ আজিজুল হক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার ভোরে নান্দাইল পৌরসভার আচারগাঁও ব্রিজ সংলগ্ন বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মোহাম্মদ আজিজুল হক শেরপুর ইউনিয়নের ছফির উদ্দিনের পুত্র। সে ওষুধ কোম্পানিতে চাকরি করতো। তবে চাকরির সুবাদে নান্দাইল ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতো। স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় শেষে বাসা ফেরার পথে হঠাৎ একাধিক পাগলা কুকুর পথ রোধ করে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

এ সময় কুকুরের আক্রমণে তার দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। এমনকি তার পেটের নাড়ীভুঁড়ি বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!