Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বুড়িমারী স্থলবন্দরে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

মে ১৯, ২০২৪, ০৪:২৬ পিএম


বুড়িমারী স্থলবন্দরে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী স্থলবন্দরে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে বুড়িমারী স্থলবন্দরের আয়োজনে স্থলবন্দর সভাকক্ষে এ মতবিনিময় সভা করা হয়।

বুড়িমারী স্থলবন্দরে সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি রুহুল আমীন বাবুল, কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িমারী কাস্টম শুল্ক স্টেশন সহকারী কমিশনার নাজমুল হাসান, বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ আহসান হাবিব, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণচন্দ্র রায়, ৮নং বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ব্যবসায়ী তাহাজুল ইসলাম মিঠু, ব্যবসায়ী হুমায়ুন কবীর সওদাগর, শফিয়ার রহমান, শাহিনুর ইসলাম শাহিনসহ বিভিন্ন ব্যবসায়ী।

সভায় স্থলবন্দর ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আলোচনা করেন।

ইএইচ

Link copied!