Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাগুরায় সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

মে ১৯, ২০২৪, ০৫:০৫ পিএম


মাগুরায় সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি

মাগুরা শহরের পল্লী বিদ্যুৎ অফিসের পাশের পারনান্দয়ালী প্রজেক্ট বাইপাস সড়কের রাস্তার মাঝখানে বিদুৎতের খুঁটি রেখে কাজ শেষ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

এদিকে সওজ বলছে, তারা বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়ে জানিয়েছে খুঁটি সরানোর জন্য, বিদ্যুৎ বিভাগ ব্যবস্থা নিবে বলে জানিয়েছে। অপরদিকে বিদ্যুৎ বিভাগ বলছে, খুঁটি সরানোর জন্য আমরা সড়ক ও জনপথ বিভাগকে টাকার ডিমান্ড দিয়েছি টাকা পেলে দ্রুত সরানোর ব্যবস্থা করা হবে।

স্থানীয়রা বলছেন, সড়কের মাঝখানে খুঁটি থাকার কারণে টার্নিং নেয়ার সময় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান চলে গেলে চরম ভোগান্তিতে পড়বে যানবাহন চলাচলে। এইসব বিদ্যুতের খুঁটি তুলতে গেলে আবার নতুন করে রাস্তা খুঁড়তে হবে। বিদ্যুৎ ও সড়ক বিভাগের সমন্বয়হীনতার কারণে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এসব খুঁটি। এগুলো সরকারি টাকার অপচয় ছাড়া আর কিছুই না।

সরেজমিন গিয়ে দেখা যায়, ১০টি খুঁটি এ সড়কের মাঝখানে রয়েছে। সড়কের নির্মাণ কাজ চলছে, রাস্তার মাঝখানে এলোমেলো দাঁড়িয়ে আছে ১০টি বিদ্যুতের খুঁটি। যেকোনো গাড়ি টার্নিং নেওয়ার সময় একটু অসতর্ক হলেই ঘটতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা।

পারনান্দয়ালী গ্রামের বাসিন্দা লিংকন মুন্সি জানান, বিদ্যুতের খুঁটিগুলো সড়কের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। এখানে আসার পর একটু অসতর্ক হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। সড়কের এক পাশে মহাসড়ক ও পৌর পার্ক সড়কের অপর পাশে প্রজেক্টসহ নতুন ব্রিজ হওয়ায় আমরা সব সময় ভয়ের মধ্যে থাকি।

মাহমুদুর রহমান তিতাস বলেন, কাজের অংশবিশেষ হলেও নবনির্মিত এই সড়কের পাশেই রয়েছে বৃহৎ আকারের একটি পুকুর। অথচ পুকুরটিকে না ভরাট করে কাজ শেষ করা হচ্ছে যা খুবই একটি বিপজ্জনক বিষয়। এছাড়া জমি অধিগ্রহণ নিয়েও রয়েছে কিছুটা বিড়ম্বনা।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার দেব কুমার মালো জানান, সড়কের পাশে একটি ঘর রয়েছে ঘরটি ভাঙা হয়নি। নবনির্মিত সড়কের সামনের দিকে আমাদের কোন বিদ্যুতের খুঁটি নেই, শেষের দিকে দুই একটি খুঁটি রয়েছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে একটি চিঠি দিয়েছেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছেl

মাগুরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবিব জানান, মাগুরা সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী রিসেন্টলি আমাদেরকে একটি চিঠি দিয়েছেন তাদের চাহিদা অনুযায়ী। আমরা এস্টিমেন্ট রেডি করেছি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেলে কাজটি দ্রুত করা হবে।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশিকুল ইসলাম জানান, চলতি সময়ের মধ্যে কাজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে কাজটি করতে হয়েছে। (ওজোপাডিকো) বিদ্যুৎকে আমরা চিঠি দিয়েছি, তারা খুঁটিগুলো সড়ক থেকে সরাবে বলে জানিয়েছে।

মাগুরা ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী জানান, খুঁটি সরানোর খরচ সড়ক বিভাগকে বহন করতে হবে। আমরা টাকার ডিমান্ড পাঠিয়েছি। জনস্বার্থে খুঁটিগুলো দ্রুত সরানোর ব্যবস্থা করা হবে।

ইএইচ

Link copied!