Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাকুন্দিয়ায় ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মে ১৯, ২০২৪, ০৫:৫৩ পিএম


পাকুন্দিয়ায় ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘নো হেলমেট, নো ফুয়েল’ বা হেলমেট নাই, তেলও নাই কার্যক্রম শুরু হয়েছে।

মোটরসাইকেল দুর্ঘটনা রোধ এবং হতাহতের পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এমন সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলার পাম্পে সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করা হয়েছে।

রোববার দুপুরে পাকুন্দিয়ায় পেট্রোল পাম্পে এ প্রচার কার্যক্রম চালায় পাকুন্দিয়া থানা পুলিশ।

এ সময় পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু মোটরসাইকেল চালক ও প্রতিটি পেট্রোল পাম্পের ম্যানেজার ও কর্মচারীদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন ও নিয়ম মেনে চলার আহ্বান জানান।

এ সময় তিনি হেলমেটবিহীন তেল নিতে আসা চালকদের সচেতন করেন এবং সরকারের বেঁধে দেওয়া নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মো. মোবারক হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

ইএইচ

Link copied!