Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫,

চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হলেন শামীম

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

মে ১৯, ২০২৪, ০৬:৪৮ পিএম


চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হলেন শামীম

দ্বিতীয় ধাপে চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার এস এম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক দেবাশীষ মিশ্র জয় ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর সিদ্দিকুর রহমান ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু পরে দেবাশীষ মিশ্র জয় তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। আর সিদ্দিকুর রহমানের কাগজপত্রের ত্রুটি থাকার কারণে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইএইচ

Link copied!