Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভালুকায় বেতন ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ১৯, ২০২৪, ০৭:০৪ পিএম


ভালুকায় বেতন ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রিদিশা গ্রুপের একটি প্রতিষ্ঠান পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা।

রোববার বিকালে উপজেলার হবিরবাড়ী কালার মাস্টার এলাকায় প্রায় ঘণ্টাখানিক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা।

এ সময় যানজটে চরম ভোগান্তিতে পরে যাত্রী ও চালকরা। পরে পুলিশের অনুরোধ ও কারখানা কর্তৃপক্ষে আশ্বাসে অবরোধ তোলে নিলেও কারখানার মেইন ফটকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনরত শ্রমিকরা।

একাধিক শ্রমিক জানান, সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করার পর অন্যান্য ফ্যাক্টরি বেতন বৃদ্ধি করলেও পিএ নিট তা করেনি।

এ বিষয়ে পুলিশ জানায়, দাবি আদায়ে মহাসড়কে অবস্থান নেয় পিএ নিট মিলের শ্রমিকরা। পরে পুলিশ দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। স্বাভাবিক হয় যান চলাচল।

কারখানা কর্তৃপক্ষ জানান, আগামী মঙ্গলবার দুপুরে শ্রমিকের নিয়ে বসে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।

ইএইচ

Link copied!