পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
মে ১৯, ২০২৪, ০৭:৪২ পিএম
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
মে ১৯, ২০২৪, ০৭:৪২ পিএম
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করার অভিযোগে ২ বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে।
রোববার পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর যৌথ স্বাক্ষরে দলীয় প্যাডে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- উপজেলার বাগজানা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কায়ছার রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে জনৈকা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম জানান, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারে অংশ গ্রহণ করায় তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে তাদের সতর্ক করে পত্র দেওয়া হয়েছিল বলে তিনি জানান।
ইএইচ