Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পোরশায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

মে ১৯, ২০২৪, ০৭:৪৯ পিএম


পোরশায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

নওগাঁর পোরশায় অটোরিকশার ধাক্কায় লালচাঁন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু নিতপুর মনোহরপুরের রুবেলের ছেলে।

রোববার দুপুরের পরে রুবেল তার ছেলে লালচাঁনকে সাথে নিয়ে কপালী মোড় নামক স্থানে বাজার করার জন্য আসেন। এ সময় তার ছেলে রাস্তা পারাপারের সময় অপরদিক থেকে আসা বিড়ি বহনকারী একটি অটোরিকশা লালচাঁনকে ধাক্কা দেয়। ফলে সে ঘটনা স্থলে রাস্তায় পড়ে যায়।

তাৎক্ষণিক স্থানীয় লোকজন লালচাঁনকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পোরশা থানা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন এবং অটোরিকশাসহ তার চালক নওগাঁ সদরের ভিমপুর সোনারপাড়া গ্রামের এলাহি বক্সের ছেলে আবুল কালাম (৪৪) আটক করা হয়েছে বলে জানান।

ইএইচ

Link copied!