Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

ভোলায় জেলা প্রশাসক কার্যালয়ে মিনি পার্ক উদ্বোধন

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

মে ১৯, ২০২৪, ০৮:১০ পিএম


ভোলায় জেলা প্রশাসক কার্যালয়ে মিনি পার্ক উদ্বোধন

‘জনসেবায় প্রশাসন’ এ স্লোগানকে ধারণ করে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় আগত সেবা প্রত্যাশীদের সেবা প্রদানের পরিবেশ জনমুখী করার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্মিত সেবা প্রত্যাশী কর্নার ও জেলা প্রশাসন মিনি পার্কের (সাফাক) উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনের দিকে অবস্থিত এ পার্ক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান।

এ সময়  উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কায়সার খসরু, জেলা নির্বাচন অফিসার মো. জাহিদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!