Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

তালতলী উপজেলা পরিষদ নির্বাচন

আচরণবিধি লঙ্ঘন: ইউপি চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

মে ২০, ২০২৪, ০৯:৫৮ এএম


আচরণবিধি লঙ্ঘন: ইউপি চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা

বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে চেয়ারম্যান প্রার্থী রেজবি উল কবির জোমাদ্দারের সমর্থক নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুকে ৫০ হাজার টাকা জরিমানা ও চারজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

পরে তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার টুম্পা।

আদালত সূত্রে জানা যায়, বিকালে উপজেলা নিশানবাড়ীয়া ইউনিয়নের নলবনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রেজবি উল কবির জোমাদ্দারের সমর্থকরা নির্বাচনি আদেশ অমান্য করে সড়ক অবরোধ করে শোডাউন করার কারণে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ৫ (১) ধারা ভঙ্গ ও ৩২ ধারা মোতাবেক শাস্তি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক অবরোধ করে শোডাউন করার কারণে নিশানবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুকে ৫০ হাজার টাকা জরিমানা ও চারজনকে আটক করার পরে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!