Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কুড়িগ্রামে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

মে ২০, ২০২৪, ১০:২৩ এএম


কুড়িগ্রামে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর ২য় ধাপ উপলক্ষ্যে কুড়িগ্রামে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার পুলিশ লাইন্স মাঠে কুড়িগ্রাম জেলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার প্রত্যয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ (২য় ধাপ) উপলক্ষ্যে উপজেলার নির্বাচনি নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন।

পুলিশ সুপার বলেন, পূর্বের থেকে আরও বেগবান হয়ে সম্পূর্ণ সততা, সাহস, নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগভাবে দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হয়, এমন কাউকেই কোনোভাবেই ছাড় দেয়া হবেনা।

ব্রিফিংয়ে উপস্থিত সকলেই সকল বাধা, ভয়ভীতি, লোভ-লালসার ঊর্ধ্বে উঠে শতভাগ সততা, সাহস, নিষ্ঠা, ও পেশাদারিত্বের সাথে যে কোন মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সাজ্জাদ হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান, পিপিএম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা।

ইএইচ

Link copied!