Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ওসির সহায়তায় প্রাণ বাঁচল প্রতিবন্ধী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ২০, ২০২৪, ১২:২৫ পিএম


ওসির সহায়তায় প্রাণ বাঁচল প্রতিবন্ধী

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার ওসি মো. আবদুল মজিদের সহায়তায় আত্মহনন থেকে প্রাণে বেঁচে গেল কাউসার নামে এক প্রতিবন্ধী যুবক।

রোববার রাত ১০টার দিকে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাঢী গাংগাইল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের রমজান আলীর বসতঘরের কক্ষের দরজা ও গ্রিল কেটে রক্তাক্ত অবস্থায় প্রতিবন্ধী যুবককে উদ্ধার করা হয়। এ সময় ওই প্রতিবন্ধীর হাত থেকে রক্তাক্ত চাকু উদ্ধার করা হয়েছে।

পরে নান্দাইল উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান শেষে তাকে পরিবারের নিকট হস্তান্তর করেন থানা পুলিশ।

কাউসারের পিতা রমজান আলী ও চাচা খসরু মিয়া জানান, ওই প্রতীবন্ধী মূলত জুয়া খেলার টাকা জোগাড় করতে মসজিদের চাল চুরি করে বিক্রি করে দেয়। পরে তার নিকট টাকা চাইলে সে আত্মহননের চেষ্টা করে। এ বিষয়ে নান্দাইলের ওসি সহ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছন কাউসারের পরিবার।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ওই প্রতিবন্ধীকে আত্মহনন থেকে রক্ষা করি এবং নান্দাইল হাসপাতালে চিকিৎসা শেষে পরিবারের হাতে হস্তান্তর করি। আমাদের সহায়তায় অল্পের জন্য প্রতিবন্ধী কাউসার প্রাণে বেঁচে যায়।

ইএইচ

Link copied!