শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
মে ২০, ২০২৪, ০২:০৭ পিএম
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
মে ২০, ২০২৪, ০২:০৭ পিএম
আগামীকাল মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের ভোটগ্রহণ।
শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
রোববার রাতেই প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা শেষ করেছেন শেষ মুহূর্তের প্রচার প্রচারণা ও গণসংযোগ।
সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ব্যালট বক্স ও সিলসহ অন্যান্য সরঞ্জামাদি বিতরণ শুরু করা হয়।
শিবগঞ্জ উপজেলার ১৬৬টি ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম নিয়ে যান প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে, ব্যালট পেপার পৌঁছাবে ভোটগ্রহণের দিন সকালে। সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্য নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার উজ্জ্বল হোসেন।
ভোটাররা জানান, প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট কামনা করেছেন। নির্বাচনকে ঘিরে জমজমাট প্রচারণা ছিল শিবগঞ্জ উপজেলায়।
এছাড়া শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শিবগঞ্জ উপজেলার ৪ লাখ ৭৮ হাজার ৭০২ জন ভোটারের জন্য প্রস্তুত করা হয়েছে ১৬৬টি ভোট কেন্দ্র।
ইএইচ