Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গফরগাঁওয়ে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

মে ২১, ২০২৪, ১০:০৭ এএম


গফরগাঁওয়ে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে আগুনে পুড়ে ৪ টি বসতঘর ছাই হয়ে যায়। এতে দুই পরিবারের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার রাত ৯ টার দিকে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের পাতলাশি গ্রামের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিদ্যুতের খুঁটি থেকে আগুন লেগে ব্যাপারী বাড়ির সেলাম ব্যাপারী ও তাঁর ভাই সামাদ ব্যাপারীর বসতঘরে ছড়িয়ে যায়। স্থানীয়দের দীর্ঘ ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ৪ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত সালাম বেপারী বলেন, দুই ভাইয়ের পরিবারের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে সব শেষ কিছুই উদ্ধার করতে পারিনি।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রামপ্রসাদ পাল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

বিআরইউ

Link copied!