Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

ঝালকাঠিতে ২ উপজেলায় ভোটগ্রহণ

গ্রামে ভোটারদের উপস্থিতি থাকলেও শহরে লাইন ফাঁকা

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি প্রতিনিধি:

মে ২১, ২০২৪, ১২:২৮ পিএম


গ্রামে ভোটারদের উপস্থিতি থাকলেও শহরে লাইন ফাঁকা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঝালকাঠির দুটি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ১৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। গ্রামাঞ্চলের কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও শহরের কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি খুবই কম।

ভোটারদের জন্য দেয়া বাঁশের খুঁটি ও দড়ি বেধে দেয়া লাইনগুলোও ফাঁকা দেখা গেছে। তবে কেন্দ্রের বাইরে প্রার্থীদের কর্মী সমর্থক ছাড়া সাধারণ ভোটারদের উপস্থিতিও তেমন দেখা যায়নি।

সদর উপজেলার বৈদারাপুর, চারুখান ভোটকেন্দ্রে পুরুষ এবং মহিলা ভোটারদের উপস্থিতি স্বাভাবিকভাবে দেখা গেছে কিন্তু শহরের ইছানীল, সরকারী কলেজ, সরকারী উচ্চ বিদ্যালয়, পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ভোটারদের উপস্থিতি খুবই কম। প্রতিটি বুথে গড়ে ৫ মিনিটে একজন ভোটার ভোট দিচ্ছেন বলে নিশ্চিত করেছেন স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার।

ভোটাররা জানান, সকালে ভোট কেন্দ্রে গেছি, ফাঁকা থাকার সুযোগে কোন সিরিয়াল ছাড়াই ভোট দিয়েছি।

বয়োবৃদ্ধ এক ভোটার জানান, আমি ভোট কেন্দ্রে গেলে এক আনসারের সহযোগিতায় বুথে ঢুকি। পরে ব্যালট নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।

জেলার দুটি উপজেলা ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদে ১৪৭ টি কেন্দ্রে ৩ লাখ ৪৭ হাজার ৯৩৪ জন ভোটার রয়েছে। ঝালকাঠি সদর উপজেলায় মোট ভোটার ১লাখ ৭৯ হাজার ২৯৯জন।

এরমধ্যে পুরুষ ভোটার ৯১হাজার ১৫১জন, মহিলা ভোটার ৮৮হাজার ১৪৭ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১ জন। মোট ভোট কেন্দ্র ৭৭ টি এবং ভোট কক্ষ  ৪৮১টি । নলছিটি উপজেলায় মোট ভোটার ১লাখ ৬৮ হাজার ৬৭৪জন । এর মধ্যে পুরুষ ভোটার ৮৬ হাজার ২০৯জন, মহিলা ভোটার ৮২ হাজার ৪৬৭টি এবং তৃতীয় লিঙ্গের (হিজরা) ভোটার ১ জন ‌। উপজেলায় ভোট কেন্দ্র ৭০ টি এবং ভোট কক্ষ ৪৫৪টি।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করতে রিটার্নিং অফিসার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ২ টি উপজেলার ২০ ইউনিয়ন ও ২টি পৌর সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২২ টি ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।  এছাড়া পুলিশ ৮৫০ জন, বিজিবি ১০৫ জন, র‌্যাব ৩৫ জন, আনসার ব্যাটালিয়ন ৩০ জন, আনসার ভিডিপি ২০৪২ জন দায়িত্ব পালন করছেন।

বিআরইউ

Link copied!