Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪,

ভোটার নেই ভোট কেন্দ্রে

টাঙ্গাইলে তিন ঘন্টায় ১ ভোট

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মে ২১, ২০২৪, ১২:৩১ পিএম


টাঙ্গাইলে তিন ঘন্টায় ১ ভোট

টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে নেই ভোটের উৎসব। বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। কোন কেন্দ্রে ঘন্টায় একটি আবার কোন কেন্দ্রে ১০ টি ভোট পড়েছে।তার মধ্যে মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  একটি কক্ষে  ৩ ঘন্টায় ভোট পড়েছে মাত্র ১ টি।

মঙ্গলবার বেলা সাড়ে  ১১ টায়  উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরো কেন্দ্র ফাঁকা। নেই সব প্রার্থীর এজেন্টও । এসময় ওই কেন্দ্রে দায়িত্বে থাকা এক অফিসার  জানান, ৩ নং ভোট কক্ষে তিন ঘন্টায় একটি ভোট পড়েছে। ভোটার উপস্থিতি নেই বললেই চলে।

কোন কোন প্রার্থীর এজেন্টদের ভয়ভীতি দেখানোর কারণে তারা কেন্দ্রে আসতে ভয় পাচ্ছেন। আবার ইরিবোরো মৌসমে ধানকাটা শুরু হওয়ায় ভোটার উপস্থিতি কম বলে স্থানীয়রা জানান।

প্রিজাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমান  বলেন, ভোটার উপস্থিতি কম। এছাড়া কোন কোন প্রার্থীর এজেন্ট অনুপস্থিত রয়েছেন। তবে এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে কিনা তা জানেন না তিনি। এ কক্ষে মোট ভোটার একশত।  এ কেন্দ্রে ভোটার রয়েছে দুই হাজার দুই শত ৬৩ জন।

প্রসঙ্গত,  ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে কালিহাতী, ভূঞাপুর ও ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে।

 

বিআরইউ
 

Link copied!