ভোলা প্রতিনিধি:
মে ২১, ২০২৪, ০১:২৬ পিএম
ভোলা প্রতিনিধি:
মে ২১, ২০২৪, ০১:২৬ পিএম
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে ভোলার ৩ উপজেলায়,তবে ভোটার উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। এই ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে দুপুর ১ টায়এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায় আশানুরূপ ভোটার কেন্দ্রে আসেনি,তবে নির্বাচনী পরিবেশ স্বস্তিদায়ক।
এ ৩ উপজেলায় মোট ৭ লক্ষ ৫১ হাজার ৪`শ ৯৪ জন ভোটার ২৫২ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ৯১ হাজার ৬`শ ৪৭ জন, নারী ভোটার রয়েছে ৩ লক্ষ ৫৯ হাজার ৮’শ ৪১ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৬ জন। এছাড়া মোট ২৫২ টি কেন্দ্রের মধ্যে ১৩৮টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে,
এদিকে ভোলা ভেলুমিয়া ইউনিয়নের ১ /২/৩ নং ওয়ার্ডে ভোটকেন্দ্রে ভোট দিয়ে ব্যাবসায়ী মোবারক হোসেন কেন্দ্রের পরিবেশের সন্তোষ প্রকাশ করে বলেন, এমন পরিবেশ অব্যাহত থাকলে ভোটারদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে।
একই কথা জানান জাকির হোসেন নামের আরেক ভোটার, তিনি বলেন সকাল সাড়ে ৮টায় ভোট দিতে লাইনে দাঁড়িয়েছি। ভোট খুব ভালো হয়েছে। আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি।
দক্ষিন চর পাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা বলেন, ভোটার উপস্থিতি একেবারেই কম। আশানুরূপ ভোটার কেন্দ্রে আসেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে। কেন্দ্রের পরিবেশ স্বস্তিদায়ক।
এসব কেন্দ্রের জন্য নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা,ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা জানান সকাল থেকে ভোটার উপস্থিতি কম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানা, সব ধরনের নাশকতা মোকাবেলায় পুলিশ মাঠে রয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আমরা সেই লক্ষ্যে কাজ করছি।
বিআরইউ