Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রংপুরের মিঠাপুকুরে জাল ভোট দেয়ায় ২ জন আটক

রংপুর  ব্যুরো:

রংপুর ব্যুরো:

মে ২১, ২০২৪, ০১:৩১ পিএম


রংপুরের মিঠাপুকুরে জাল ভোট দেয়ায় ২ জন আটক

রংপুরের মিঠাপুকুরে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(২১ মে) মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি মহাবিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীকে জাল ভোট দেওয়ার সময় উপজেলার দূর্গাপুর গ্রামের এমদাদ মিয়ার পুত্র  রুমান মিয়া(২৭) ও একই গ্রামের সুলতান মিয়ার পুত্র রাশেদ মিয়া(২৮) কে আটক করে পুলিশ।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, জাল ভোট দেওয়ার সময় দুইজনকে শঠিবাড়ি মহাবিদ্যালয় কেন্দ্র থেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য মিঠাপুকুর  উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরু ও মোটর সাইকেল প্রতীক নিয়ে  রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মাওলা লড়ছেন। একইসঙ্গে সাবেক এমপি শাহ্ আলম ফকির এর  পুত্র আনারস প্রতীক নিয়ে ইন্জিনিয়ার শা্হ সাদমান ইশরাক হোসেন। 

ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজনেই সাবেক ভাইস চেয়ারম্যান  আঃহালিম মন্ডল (উড়োজাহাজ প্রতীক)  নিয়ে ও বাবু নিরঞ্জন মহন্ত (তালা প্রতীক) নিয়ে। মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামীমা আক্তার জেসমিন ( কলস মার্কা) অপর দিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রজাপতি প্রতীক নিয়ে দেলোয়ারা আফরোজ।  

মিঠাপুকুর উপজেলায় সর্বমোট ভোটার সংখ‍্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৩৯৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা  ২ লক্ষ ২২ হাজার ১৪৭জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ২৪ হাজার ২৪৫ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ০৪জন।

বিআরইউ

Link copied!