Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভাতিজার কোলে উঠে ভোট দিতে আসলেন শতবর্ষী আমেনা বেগম

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মে ২১, ২০২৪, ০২:৩০ পিএম


ভাতিজার কোলে উঠে ভোট দিতে আসলেন শতবর্ষী আমেনা বেগম

শতবর্ষী আমেনা বেগম। বয়স ১শত ৫ বছর। ভাতিজার কোলে উঠে আসলেন ভোট কেন্দ্রে ভোট দিতে।

মঙ্গলবার দুপুরে এমন দৃশ্য দেখা গেলো কটিয়াদি উপজেলার করগাও ইউনিয়নের পাচলিপাড়া কেন্দ্রে। জীবনের শেষ প্রান্তে এসেও ভোট দিতে পেরে খুশি এই বৃদ্ধা।

আমেনা বেগম কটিয়াদি উপজেলার করগাও ইউনিয়নের বাজারহাটি গ্রামের মৃত মহরম আলীর স্ত্রী। ভোট দেওয়া শেষে ভাতিজা মোর্শেদ আলীর কোলে বসে বের হয়ে যাচ্ছিলেন আমেনা বেগম।

ভোট কেন্দ্রটির ফটকে সঙ্গে কথা হয় বৃদ্ধা ও তার সঙ্গে ভাতিজা মোর্শেদ আলীর সাথে। শতবর্ষী বৃদ্ধা আমেনা বেগম ঠিকমতো কথা বলতে পারেন না।

তবুও আস্তে আস্তে করে জানান, জীবনে অনেকবার ভোট দিয়েছি। কোনো ভোট বাদ দিয়েছি না। এই বুড়া বয়সে ভাইপুতের কোলে করে আইয়া ভোট দিতে পাইরা অনেক ভালো লাগছে। নিজের ভোট নিজে দিয়েছি। ভালোভাবে দিয়েছি।

আমেনা বেগমকে কেন্দ্রে নিয়ে আসে তার ভাইয়ের ছেলে মোর্শেদ আলী। তিনি বলেন, নির্বাচনে ভোট দিতে ফুফুর খুব আগ্রহ দেখলাম। তাই উনাকে নিয়ে ভোট কেন্দ্রে আসলাম। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ফুফু খুবই আনন্দিত।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনির হোসেন বলেন, এই কেন্দ্রে আমেনা বেগমই সবচেয়ে বয়স্ক ভোটার। তিনি দুপুর ১২টার দিকে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। তিনি আরও জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ইএইচ

Link copied!