Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শ্রীপুরে জাল ভোট দিতে এসে ধরা, ২ যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মে ২১, ২০২৪, ০৩:২৭ পিএম


শ্রীপুরে জাল ভোট দিতে এসে ধরা, ২ যুবকের কারাদণ্ড

গাজীপুরের শ্রীপুরে জাল ভোট দিতে ধরা পড়ায় দুই যুযককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ মে) বিকেলে তারা ভোট দিতে এলে ধরা পড়েন।

কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন- মো. রাজিব (১৮) ও মো. শাহিন (২৪)। তারা ঘোড়া প্রতীকে জাল ভোট দিতে এসেছেন বলে স্বীকার করেছেন। এর মধ্যে মো. শাহীনকে ১০ দিনের ও মো. রাজিবকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।  

শ্রীপুর উপজেলা সহকারী ভূমি কমিশার শাইখা সুলতানা বিশেষ ক্ষমতাবলে তাদের এ কারাদণ্ডাদেশ দেন।

এছাড়া দায়িত্ব অবহেলার কারণে গিলার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে পোলিং ও প্রিজাইজিং অফিসারের অব্যাহতি দেওয়া হয়।

বিআরইউ

Link copied!