Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রামগড়ে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মে ২১, ২০২৪, ০৩:৪৭ পিএম


রামগড়ে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ কান্ত মজুমদার প্রকাশ কান্ত শিল (২২) ও হৃদয় কান্তি দেকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ

সোমবার রাত পৌনে ১২টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানাধীন রামগড় পৌরসভার ৩নং ওয়ার্ডের সিদ্দিকের বাড়ির সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে তাদের দেহ তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কান্ত মজুমদার প্রকাশ কান্ত শিল (২২),হৃদয় কান্তি দেকে (২২) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কান্ত মজুমদার প্রকাশ কান্ত শিল (২২) রামগড় পৌর সভার ৩নং ওয়ার্ড উত্তর গর্জনতলী মৃত সমির মজুমদার এর ছেলে, হৃদয় কান্তি দে (২২) রামগড় পৌর সভার ৩নং ওয়ার্ড উত্তর গর্জনতলী অমল কান্তি দের ছেলে।

রামগড় থানা পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে রামগড় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন এবং আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ন রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।

ইএইচ

Link copied!