মিরাজ আহমেদ, মাগুরা
মে ২১, ২০২৪, ০৪:০৩ পিএম
মিরাজ আহমেদ, মাগুরা
মে ২১, ২০২৪, ০৪:০৩ পিএম
মাগুরায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছেন মাগুরা সদর থানা পুলিশ।
মাগুরা সদর উপজেলার বড়খড়ি গ্রামের কৃষক হাফিজার লস্কার (৬৩) লাশ উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত আসামিদেরকে ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মাগুরা জেলা পুলিশ।
স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে হাফিজার লস্কারের লাশ বাড়ির পাশে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানাতে নিয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরেই ওই কৃষককে খুন করে মরদেহ ফেলে দেয়া হয়েছিল।
নিহতের ছেলে তামিম লস্কার বলেন, আমার বাবাকে রাত ১০টার পরে বিছানায় ঘুমাতে দেখি। আমরাও যে যার মতো ঘুমাতে যাই। ফজরের নামাজের সময় বাড়ির কোনে বাবার লাশ দেখে আমাদের চিৎকারে গ্রামের লোকজন এসে পুলিশে খবর দেয়।
তিনি আরও বলেন, পুলিশ এসে বাবার ব্যবহৃত স্যান্ডেল খালের ভেতর পায়। খালের ওপর হারুনের বাড়ির পাশে রক্তের দাগ দেখা গেছে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সোমবার দিবাগত রাত ৪টার দিকে হাফিজার লস্কারে লাশ বাড়ির পাশে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, হারুন (৪০) ও ফারুককে (৩৮) ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাগুরার পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা আমার সংবাদকে বলেন, অভিযুক্তরা স্বীকার করেছেন পরকীয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। পরে এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী দুই ভাইকে আটক করা হয়।
আটককৃত ফারুক বিশ্বাস ও হারুন বিশ্বাস নামে ওই দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হলে,তারা এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তাদের সাথে নিহতের পূর্ব শত্রুতা ছিল।
ইএইচ