Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

প্রতিদ্বন্দ্বি প্রার্থীর এজেন্টকে মারধর: একজনের ২ বছরের সাজা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মে ২১, ২০২৪, ০৪:৪৩ পিএম


প্রতিদ্বন্দ্বি প্রার্থীর এজেন্টকে মারধর: একজনের ২ বছরের সাজা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থীর এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ায় জাহিদুল ইসলাম ভুঁইয়া (৪৫) নামে একজনকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত জাহিদুল ইসলাম লক্ষীবরদী এলাকার মৃত ছমিরউদ্দীন ভূঁইয়ার ছেলে। তাকে শৃ্ভুপুরা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে আটক করে এ সাজা দেয়া হয়।

জানা গেছে, খাগকান্দা ইউনিয়নের ওই কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী আলহাজ শাহাজালাল মিয়ার দোয়াত কলম প্রতীকের এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয় থানা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভুঁইয়ার ভাই জাহিদুল ইসলাম ভুঁইয়া। জাহিদুল ইসলাম অপর প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের ঘোড়া প্রতীকের সমর্থক বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুর রহমান এ সাজা প্রদান করেন।

ইএইচ

Link copied!