Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ম্যানেজিং কমিটির নির্বাচন বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

মে ২১, ২০২৪, ০৪:৫৮ পিএম


ম্যানেজিং কমিটির নির্বাচন বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পূর্বভাটদী ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ভাটদী বাজার আনিশা ক্যাবল নেটওয়ার্কের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, দাদাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শামীম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মুনজুর রহমান তুষার, দাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাছির মিয়া, মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য প্রার্থী মো. মোজাম্মেল হোসেন, নাছিরুল ইসলাম, মো. জাফর মৃধা, মো. কামরুল ইসলাম প্রমুখ।

এ সময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পূর্বভাটদী ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ৭ মে। ১২ থেকে ১৬ মে মনোনয়ন ক্রয় ও জমাদান ও ১০ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মাদরাসার বর্তমান সভাপতি মো. সিরাজুল ইসলামের সমর্থক সুগন্ধী গ্রামের ইব্রাহিম নামের একজন ১৬ মে একটি লিখিত অভিযোগ দিয়ে নির্বাচন বানচাল করে দেন। সকল তথ্য যাচাই-বাছাই করে এ নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হওয়ার জন্য প্রার্থীরা দাবি তোলেন।

মাদরাসার সভাপতি সিরাজুল ইসলাম অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, উপজেলা নির্বাচনের কারণে মাদরাসা ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করেছেন শিক্ষা অফিসার। আমাকে ভোটাররা চাইলে সভাপতি হবো। না চাইলে হবো না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন খান বলেন, সামনে উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রশাসন ব্যস্ত থাকার কারণে ও লিখিত অভিযোগ পেয়ে এ ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাচনের পর আবার তফসিল ঘোষণা করে ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন করা হবে।

ইএইচ

Link copied!