Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মে ২১, ২০২৪, ০৫:৪৭ পিএম


ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাজু মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।

নিহত রাজু সদ্য লালমনিরহাট পলিটেকনিকেল থেকে কম্পিউটার ডিপ্লোমা পাস করেছে।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার দাশিয়ার ছড়া সাবেক ছিটমহল এলাকার হাবিবপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু উপজেলার চন্দ্রখানা এলাকার হযরত আলীর ছেলে।

একই কাজে নিয়োজিত রাজুর সহকর্মী প্রত্যক্ষদর্শী মতিউর রহমান জানান, ওয়াইফাই লাইনের সংযোগ দিয়ে নামার সময় ভুলবশত ওয়াইফাইয়ের তার এসে রাজুর বাম হাতের বাহুতে ওয়াইফাই এর তার লেগে বিদ্যুৎপৃষ্ট হয় এতে রাজু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষণা করে।

ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান  হারুন রশীদ হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

ইএইচ

Link copied!