Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়ির বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার মুক্তা ধর

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মে ২১, ২০২৪, ০৭:১৬ পিএম


খাগড়াছড়ির বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার মুক্তা ধর

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত খাগড়াছড়ি জেলার তিনটি উপজেলার বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

মঙ্গলবার খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি উপজেলায় অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কেন্দ্রে অবস্থানরত ভোটারদের সাথে কথা বলেন এবং নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, দ্বিতীয় ধাপের ভোট যাতে সুষ্ঠুভাবে হতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। প্রথম ধাপের নির্বাচনেও তাই করেছি। এবারও তেমন হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই। কোনো ধরনের অনিয়ম হলেই কেন্দ্রের ভোট বন্ধ করার নির্দেশনা রয়েছে।

পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ভোটকেন্দ্রের দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ সতর্কতার সহিত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং ভোটকেন্দ্রসমূহরে আশেপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জসীম উদ্দিন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলমসহ খাগড়াছড়ি জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!