Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দ্বিতীয়ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা

নিজস্ব প্রতিনিধি:

নিজস্ব প্রতিনিধি:

মে ২২, ২০২৪, ১০:৪২ এএম


দ্বিতীয়ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা

দেশের বহুল আলোচিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। আমার সংবাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যের আলোকে ভোটে নির্বাচিত দেশের সকল উপজেলা প্রার্থীদের বিজয়ের উচ্ছ্বাস এখানেই-

 

ঢাকা

উপজেলা নির্বাচনে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ঢাকার সাভার উপজেলা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে মঞ্জুরুল আলম রাজীব নির্বাচিত হওয়ায় এখানে শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কিন্তু দেশের সবচেয়ে জনবহুল এলাকায় ভোটের চিত্রে আসলো এক নতুন রেকর্ড। এখানে মাত্র ৫ দশমিক ১৪ শতাংশ ভোট পড়েছে। যা দেশের ইতিহাসে সর্বনিম্ন বলে ধারনা করা হচ্ছে। তবে ভোটারদের আগ্রহ কম থাকায় কেন্দ্রে আনা সম্ভব হয়নি বলে দাবী করেছেন নির্বাচনী কর্মকর্তা ও প্রার্থীরা।

মঙ্গলবার (২১ মে) রাত ১২টার দিকে সাভার উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা রাহুল চন্দ।

সাভারে উপজেলা নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে সর্বোচ্চ ২৪ হাজার ৭৪৪টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইমতিয়াজ উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ সাইদুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ৭৯০ টি ভোট এবং টিউবওয়েল প্রতীক নিয়ে ২৭৭৫ টি ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোশাররফ খান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে সর্বোচ্চ ২৫ হাজার ১১৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সহ-সভাপতি মোছা: মনিকা আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামীলীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমী পেয়েছেন ৯ হাজার ৬৫ টি ভোট এবং প্রজাপতি প্রতীক নিয়ে ৮ হাজার ৫১৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন নাদিয়া নূর তনু।

নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ৪৬ হাজার ২৭৭টি। এর মধ্যে বাতিল ভোটের সংখ্যা ৯৬৮ এবং বৈধ ভোটের সংখ্যা ৪৫ হাজার ৩০৯টি। এই পদে ভোট পড়েছে উপজেলার মোট ভোটের ৫.১৪ শতাংশ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ৪৫ হাজার ৭৩১টি। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৫২ টি এবং বৈধ ভোটের সংখ্যা ৪২৬৭৯টি। এ পদে ভোট পড়েছে উপজেলার মোট ভোটের ৫.০৮ শতাংশ। 

 

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। 

ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ১৫ হাজার ২৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. শাহজালাল মিয়া পেয়েছেন ১৩ হাজার ১৩২ ভোট।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজয়ী মোহাম্মদ সাইফুল ইসলাম আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজালাল মিয়া আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

 

ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দা ও সালথায় উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নগরকান্দা উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহসম্পাদক কাজী শাহ জামান বাবুল। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৭ হাজার ২০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার পেয়েছেন ২৫ হাজার ২৩৭ ভোট।

অন্যদিকে সালথা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৫ হাজার ৫৪৫ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. ওহিদুজ্জামান পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবীর বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এই নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো প্রার্থীর অভিযোগ নেই। নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলায় আইনমন্ত্রী আনিসুল হকের ফুফাতো ভাই ছাইদুর রহমান ও আখাউড়ায় মোগড়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মনির হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাাচিত হয়েছেন।

ব্রাহ্মবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষিত  ফলাপল অনুযায়ী, কসবা উপজেলায় ছায়েদুর রহমান স্বপন কাপ-পিরিচ প্রতীকে ৮৬ হাজার ৬৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক সহকারী একান্ত সচিব রাশেদুল কাউসার ভূইয়া আনারস প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৫৯ ভোট।

অন্যদিকে আখাউড়া উপজেলায় মনির হোসেন ঘোড়া প্রতীকে ২৮ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও মোগড়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনারস প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৫৬৩ ভোট।

 

রাঙামাটি

রাঙামাটির রাজস্থলী, কাপ্তাই ও বিলাইছড়িতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।  রাজস্থলী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচ মারমা আনারস প্রতীকে ৭ হাজার ৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রিয়াজ উদ্দীন রানা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৮ ভোট।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেন।  

অন্যদিকে কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা যুবলীগের সভাপতি মো. নাছির উদ্দিন দোয়াত কলম প্রতীকে ৭ হাজার ৩৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৭৩ ভোট।

রাতে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

অপরদিকে বিলাইছড়ি উপজেলায় মোট ১৩টি কেন্দ্রের মধ্যে ৫টি হেলিসর্টি ভোটকেন্দ্র রয়েছে। দুর্গম এলাকা হওয়ায় রাত সাড়ে ৯টা পর্যন্ত ফলাফল না আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনো ফলাফল ঘোষণা করেননি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত দোয়াত কলম প্রতীকের বিরোত্তম তঞ্চঙ্গ্যা  চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারীতে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শেষ হয়েছে। দুই উপজেলায় মধ্যে আদিতমারী উপজেলায় চেয়ারম্যান পদে ফারুক ইমরুল কায়েস ও কালীগঞ্জ উপজেলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ বিজয়ী হয়েছেন।

রাত সাড়ে ৯টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা লুৎফর কবির তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।  

আদিতমারী উপজেলায় চেয়ারম্যান পদে ফারুক ইমরুল কায়েস মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ১৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম আনারস প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ১৮টি ভোট

কালীগঞ্জ উপজেলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ আনারস প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার চাচা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৩৫০ ভোট।

 

পিরোজপুর

পিরোজপুর জেলার দুই উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার পিরোজপুরের নেছারাবাদ ও কাউখালী উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ১২২টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে মো. আবু সাঈদ মিঞা ও নেছারাবাদ উপজেলায় আব্দুল হক নির্বাচিত হয়েছেন। রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ শফিকুল হক বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলায় চেয়ারম্যান পদে আব্দুল হক আনারস প্রতীকে ৩৮ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম মুইদুল ইসলাম মোটরসাইল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫২০ ভোট।

অন্যদিকে কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে মো. আবু সাঈদ মিঞা ঘোড়া প্রতীকে ১১ হাজার ৭২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনিরুজ্জামান তালুকদার পল্টন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৮৫ ভোট।

 

বাগেরহাট

বাগেরহাটে ফকিরহাট, মোল্লাহাট,ও চিতলমারীতে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শেখ ওহিদুজ্জামান বাবু। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৪৬ হাজার ৬৫৪  ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনরস প্রতীকের প্রার্থী বর্তমানে উপজেলা চেয়ারম্যান স্বপন দাস পেয়েছেন ২৯ হাজার ৪৩৭ ভোট। এ উপজেলায় ভোট কাস্ট হয়েছে ৬২.৫০ শতাংশ।

চিতলমারী উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. আলমগীর হোসেন সিদ্দিকী। দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন ৩৪ হাজার ৮৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৭৬৩ ভোট। এ উপজেলায় ভোট কাস্ট হয়েছে ৪৫.৭৫ শতাংশ।

অন্যদিকে মোল্লাহাট উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহিনুর আলম ছানা। দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন ২৯ হাজার ৯০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা শেখ নাসির উদ্দীন আনারস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯৫৪ ভোট। এ উপজেলায় ভোট কাস্ট হয়েছে ৫৩.৭৭ শতাংশ। জেলায় গড় ভোট কাস্টিং হয়েছে ৫৪ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দু’একটি বিক্ষিপ্ত অভিযোগ ছিল। তবে কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেই তাকে শাস্তির আওতায় আনা হয়।

 

যশোর

যশোরের ঝিকরগাছা, শার্শা ও চৌগাছায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলাগুলোর দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

চৌগাছা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান পেয়েছেন ২৮ হাজার ৯৮০ ভোট।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুম্মিতা সাহা রাত সাড়ে ৯টায় এ ফলাফল ঘোষণা করেন।

ঝিকরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। আনারস প্রতীকে মনিরুল ইসলাম পেয়েছেন ৪০ হাজার ৬৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪৪৩ ভোট।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেন।

অন্যদিকে শার্শা উপজেলায় চেয়ারম্যান পদে মো. সোহরাব হোসেন দোয়াত কলম প্রতীক নিয়ে ৩৭ হাজার ৫৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. অহিদুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ২৯১ ভোট।

রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী এ তথ্য নিশ্চিত করেন।

 

রাজশাহী

রাজশাহীর বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাগমারা উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাকিরুল ইসলাম সান্টু। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৩২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক সরকার ওরফে আর্ট বাবু পেয়েছেন ৪ হাজার ৩২১ ভোট।

পুঠিয়া উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবদুস সামাদ মোল্লা। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৬৭৯ ভোট।  

অন্যদিকে দুর্গাপুর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শরীফুজ্জামান শরীফ। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ সরদার পেয়েছেন ২৭ হাজার ৩৩২ ভোট।

রাজশাহীর অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল বিষয়টি নিশ্চিত করেন।

 

সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনি, তালা ও দেবহাটায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি চিংড়ি প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৬৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ ডালিম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৭০৭ ভোট।

অপরদিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাচনে মো. আল ফেরদাউস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি হেলিকপ্টার প্রতীকে ২৬ হাজার ৩৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মজিবুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৫২ ভোট।

এ ছাড়া সাতক্ষীরার তালা উপজেলা নির্বাচনে ঘোষ সনৎ কুমার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি কাপ পিরিচ প্রতীকে ৪৬ হাজার ৪৫৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার মশিয়ার চিংড়ি প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৪১৩ ভোট।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. সরোয়ার হোসেন বলেন, সাতক্ষীরার আশাশুনি, দেবহাটা ও তালা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ছাড়া ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক।

 

খুলনা

খুলনার ফুলতলা, তেরখাদা ও দিঘলিয়ায় ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এ নির্বাচনে ফুলতলা উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২১ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মো. সাব্বির হোসেন পেয়েছেন ১৬ হাজার ৮৪ ভোট।

এদিকে তেরখাদা উপজেলা চেয়ারম্যান পদে নতুন মুখ জেলা মৎস্যজীবী লীগের সহ সভাপতি আবুল হাসান শেখ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ১৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু পেয়েছেন ২২ হাজার ৭৩৮ ভোট।

এ ছাড়া দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক শেখ মারুফুল ইসলাম। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৪ হাজার ৪২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী মহিউদ্দিন মল্লিক পেয়েছেন ১৬ হাজার ২৭৩ ভোট।

খুলনার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এটিএম শামীম মাহমুদ জানান, সুষ্ঠুভাবে খুলনার তিনটি উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। খুলনার তিন উপজেলায় ৪৪ দশমিক ৫১ শতাংশ ভোট পড়েছে। ফুলতলা উপজেলায় ৪১ দশমিক ২৮ শতাংশ, দিঘলিয়া উপজেলায় ৪২ দশমিক ৫৬ শতাংশ ও তেরখাদা উপজেলায় ৪৯ দশমিক ৬৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

 

শরীয়তপুর

শরীয়তপুর সদর ও জাজিরায় উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান উজ্জ্বল আখন্দ ও জাজিরা উপজেলায় মোহাম্মদ ইদ্রিস ফরাজী।

শরীয়তপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান উজ্জ্বল আখন্দ। উপজেলার ১ লাখ ৯১ হাজার ৭১৮ ভোটারের মধ্যে ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৪১ হাজার ৫৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নুরুল আমিন কোতোয়াল পেয়েছেন ১৭ হাজার ২৬৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তালা প্রতীকের শাখাওয়াত হোসেন। তিনি পেয়েছেন ৩৯ হাজার ৬৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের ইকবাল হোসেন পেয়েছেন ২৬ হাজার ২৬২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী ফুটবল প্রতীকের সামিনা ইয়াছমিন পেয়েছেন ৩৯ হাজার ৮৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের ফাতেমা আক্তার শিল্পী পেয়েছেন ২৬ হাজার ৬৮ ভোট।

অন্যদিকে জাজিরা উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইদ্রিস ফরাজী। উপজেলার ১ লাখ ৭৮ হাজার ১৮০ ভোটারের মধ্যে মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৪৭ হাজার ৮৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী এস এম আমিনুল ইসলাম রতন পেয়েছেন ৩৩ হাজার ১৫৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন চশমা প্রতীকের মহব্বত খান। তিনি পেয়েছেন ৪১ হাজার ৭৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩০ হাজার ৩৯৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী ফুটবল প্রতীকের রেখা আক্তার পেয়েছেন ৩৩ হাজার ৪০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পদ্মফুল প্রতীকের পারভীন আক্তার পেয়েছেন ২৮ হাজার ৫০৭ ভোট।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুদ্দিন গিয়াস বলেন, শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠুভাবে হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

 

লক্ষ্মীপুর

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুরে উপজেলায় ভোটগ্রহণ হয়েছে। রামগঞ্জে প্রথমবারের মতো জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ আরাফাত (আনারস) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া রায়পুরে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ।

ভোটগ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন। রামগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম ও রায়পুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

ঘোষিত ফলাফলে জানা গেছে, রামগঞ্জে মো. ইমতিয়াজ আরাফাত ৪৪ হাজার ৮ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু (মোটরসাইকেল) ২৬ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এ ছাড়া রায়পুরে মামুনুর রশিদ ৩৬ হাজার ৫৩৬ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার (মোটরসাইকেল) ৩৩ হাজার ৮০৮ ভোট পেয়েছেন।

 

রংপুর

রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জে দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মিঠাপুকুর উপজেলায় প্রথমবার চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক যুবলীগ নেতা মো. কামরুজ্জামান কামরু। হেলিকপ্টার প্রতীকে তিনি পেয়েছেন ৭০ হাজার ৮৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন মন্ডল মওলা মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৬ হাজার ৭৫৮ ভোট।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে ৫৭ হাজার ৭০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের নিরঞ্জন মহন্ত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত শামীমা আক্তার কলস প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৮২৬ ভোট।

মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনা শেষে বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা হাবিবুল হাসান রুমি।

অন্যদিকে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ মণ্ডল। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৫৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর ঘোড়া প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৪ হাজার ৬৮১ ভোট।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪১ হাজার ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের শফিউর রহমান মণ্ডল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সেলিনা আকতার। তিনি হাঁস প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৯৮১ ভোট।

রাতে ভোট গণনা শেষে বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হাসান।

 

কুমিল্লা

দ্বিতীয় ধাপে কুমিল্লার দুই উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) জেলার বরুড়া ও সদর দক্ষিণ উপজেলায় ভোটগ্রহণ হয়। একই ধাপে আদর্শ সদর উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সবাই।

রাতে উপজেলা দুটির সহকারী রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে জানা গেছে, বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের শ্যালক হামিদ লতিফ ভূইয়া কামাল। তিনি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এএনএম মইনুল ইসলামকে ৪৯ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। হামিদ লতিফ ভূইয়া কামাল আনারস প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ১২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বর্তমান উপজেলা চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ১২৩ ভোট।

সদর দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের অনুসারী বাহার হারিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভাই, টানা তিনবারের উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ারকে।

বিজয়ী হেলিকপ্টার প্রতীকের আব্দুল হাই বাবলু পেয়েছেন ২০ হাজার ৭৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে দ্বিতীয় অবস্থানে আছেন আনারস প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান রিপন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৭৯০ ভোট। টানা তিনবারের উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৩১৪ ভোট।

রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। বিজয়ী প্রার্থীদের পরে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

 

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী ও লৌহজং-এ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হয়েছে।

লৌহজং উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বি এম শোয়েব দোয়াত কলম প্রতীকে ৫৬ হাজার ৪৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রশিদ শিকদার কাপ পিরিচ প্রতীকে ৩৫ হাজার ৬৫৩ ভোট পেয়েছেন।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার জাকির হোসেন স্বাক্ষরিত রেজাল্ট শিট থেকে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আরিফুল ইসলাম হালদার হেলিকপ্টার ৩৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ কাপ পিরিচ পেয়েছেন ৩০ হাজার ৪৮৮ ভোট।

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটানিং অফিসার মো. আসলাম হোসাইন স্বাক্ষরিত রেজাল্ট শিট থেকে এ তথ্য জানা গেছে।

 

পঞ্চগড়

দ্বিতীয় ধাপে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হয়েছে।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, বোদা উপজেলায় আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। তিনি ঘোড়া প্রতীকে ২৮ হাজার ২৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ময়দানদিঘী ইউনিয়নের সাবেক সভাপতি (সদ্য বহিষ্কৃত) হাবীব আল আমিন ফেরদৌস পেয়েছেন ২৩ হাজার ১০৮ ভোট।

মঙ্গলবার রাতে ভোট গণনা শেষে বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক এবং দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার।

বোদা উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেব নারায়ন রায়। তিনি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৫৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরসালিন বিন মমতাজ (রিপন) চশমা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৯৮৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ৩৪ হাজার ৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লাইলী বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিবুন্নাহার প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৩৭০ ভোট।

আর দেবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রথমবার নির্বাচিত হয়েছেন দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মদন মোহন রায়। তিনি হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসনাৎ জামান চৌধুরী (জর্জ) আনারস প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৭০৩ ভোট।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম। তিনি তালা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিপঙ্কর রায় টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৫৭৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দেবীগঞ্জ আওয়ামী লীগের রিতু আকতার।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ ঢাকা পোস্টকে বলেন, নির্বাচন সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পুলিশ ও আনসার ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছয় প্লাটুন বিজিবি ও র‌্যাবের দুইটি টিম মাঠে দায়িত্ব পালন করেছে। সবার ঐকান্তিক দায়িত্ব পালনে নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে।

 

দিনাজপুর

দিনাজপুরের বিরল, কাহারোল, বোচাগঞ্জ ও বীরগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বিরল উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন একে এম মোস্তাফিজুর রহমান। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৫০ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রমা কান্ত রায় (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ২২৬ ভোট।

কাহারোল উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন একে এম ফারুক। দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ১৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান সরকার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ১২ ভোট।

বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আবু হুসাইন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৩৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৪১৮ ভোট।

বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আফছার আলী। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৩৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৪০৮ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, দ্বিতীয় ধাপে চার উপজেলার নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটার উপস্থিতিও ছিল সন্তোষজনক।

 

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ ও উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

তাড়াশ উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান। দোয়াতকলম প্রতীকে তিনি পেয়েছেন ৪০ হাজার ১৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার পেয়েছেন ৩৫ হাজার ৬৫৯ ভোট।

অন্যদিকে উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তি মোটরসাইকেল প্রতীকে ৮৯ হাজার ৯৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নবী নেওয়াজ খান বিনু হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২৩ ভোট।

স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।


টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান নার্গিস বেগম পুনরায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে তিনি (দোয়াত কলম) ৩০ হাজার ৩৬৪ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে বিজয়ী হন।

এছাড়া, ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আরিফ হোসেন (আনারস) ৫২ হাজার ৩১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন (মোটরসাইকেল) ৪১ হাজার ৯৩৫ ভোট পেয়েছেন৷ 

আর কালিহাতীতে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এএসএম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

আজাদ সিদ্দিকী কালিহাতী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাকে ৭ হাজার ২২৫ ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন।

তিনি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের ছোট ভাই।

মঙ্গলবার রাতে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) ও রিটার্নিং কর্মকর্তা জিয়াউল  ইসলাম চৌধুরী ফলাফল ঘোষণা ক‌রেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিয়ূর রহমান জানান, টাঙ্গাইলের তিনটি উপজেলায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিজিবি, র‌্যাব প্রতিটি কেন্দ্রে চার জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করেছে। এছাড়াও তিনটি উপজেলায় পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

 

নোয়াখালী

নোয়াখালীর চাটখিল, সোনাইমুড়ী ও সেনবাগে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

চাটখিল উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর কবির। দোয়াতকলম প্রতীকে তিনি পেয়েছেন ৬৫ হাজার ৭৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী জেড এম আজাদ খান পেয়েছেন ৫ হাজার ২৬৭ ভোট।

অন্যদিকে সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান পদে আ ফ ম বাবুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৭৭ হাজার ১৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মো. মোমিনুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৭৮১ ভোট।

এ ছাড়া সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম দিপু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩২ হাজার ১৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. আবু জাফর টিপু পেয়েছেন ১৪ হাজার ৭৩৪ ভোট।

অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আরা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নোয়াখালীর চাটখিল, সোনাইমুড়ী  ও সেনবাগ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

 

ঝালকাঠি

ঝালকাঠি সদর উপজেলায় আনারস প্রতীক ও নলছিটিতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাতে ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস ছালেক বেসরকারিভাবে দুই উপজেলার প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেন।

ঝালকাঠি সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সহ সভাপতি খান আরিফুর রহমান। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. সুলতান খান পেয়েছেন ২৫ হাজার ৯৭১ ভোট। ভাইস চেয়ারম্যান হয়েছেন আশিকুর রহমান দিপু লষ্কর ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন উম্মে সালমা।

অন্যদিকে নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের নলছিটি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খান সেলিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ২৩ হাজার ৯৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র তছলিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৬ হাজার ৭৮৪ ভোট। ভাইস চেয়ারম্যান হয়েছেন মনিরুজ্জামান মনির ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন আয়শা আক্তার।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস ছালেক বলেন, সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কোনো কেন্দ্রে ঝামেলা হয়নি এবং কোনো কেন্দ্র বন্ধ হয়নি।

 

বগুড়া

বগুড়ায় কাহালু, দুপচাঁচিয়া ও আদমদীঘিতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে)  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিন রাতে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম ভোটের ফলাফল ঘোষণা করেন।

কাহালুতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ  আনারস প্রতীকে ৩৮ হাজার ৩৩০ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৯৪৬ ভোট।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মো. আব্দুল্লাহ আল মাসুদ টিউবওয়েল প্রতীক নিয়ে ৩৪ হাজার ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আব্দুর রশিদ তালা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯৯৩ ভোট।

প্রজাপতি প্রতীকে ৪৭ হাজার ৫৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন আছমা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রওশন আক্তার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৭৩ ভোট।

দুপচাঁচিয়ায় উপজেলায় চেয়ারম্যান পদে যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব মোটরসাইকেল প্রতীকে ৩৭ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুল হক প্রামানিক আনারস প্রতীকে ২০ হাজার ৪২৯ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে ২৭ হাজার ৬৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমিনুর রহমান মহলদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবু বক্কর সিদ্দিক আলম টিউবওয়েল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৭ হাজার ২৫৩টি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহমিদা আক্তার (হাঁস) ২৯ হাজার ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাতিজা আক্তার রিতা (প্রজাপতি) পেয়েছেন ১৯ হাজার ৮৫১ ভোট।

আদমদীঘি উপজেলায় পুনরায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এমপির বাবা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। তিনি আনারস প্রতীকে ৩৯ হাজার ৮৩২ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ১২৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে ৩৮ হাজার ৪০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহমুদুর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শাহিনুর রহমান মন্টি চশমা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৬৩৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা বেগম হাঁস প্রতীকে ৪৩ হাজার ৬৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ইশরাত জাহান প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ২৯৮ ভোট।

 

ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুন্ডু ও শৈলকূপায় উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হয়েছে। হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম টিপু। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৪ হাজার ৩০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীক নিয়ে রানা হামিদ পেয়েছেন ২৩ হাজার ৫৯২ ভোট।

অন্যদিকে শৈলকূপা উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে ৭৩ হাজার ৬৭৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৮৮০ ভোট।

ভাইস চেয়ারম্যান হিসেবে চশমা প্রতীকের জাহিদুল নবী ৭৫ হাজার ২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম শাকিল আহম্মেদ তালা প্রতীকে ৫০ হাজার ৯২০ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ নাসরিন লিপি হাঁস প্রতীকে ৭৩ হাজার ৬৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের রাফেজা খাতুন ৫৯ হাজার ৫৬৬ ভোট পেয়েছেন।

ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি অনেক বেড়েছে, ৫০ শতাংশ হারে ভোট কাস্ট হয়েছে। সবচেয়ে বড় বিষয় শৈলকূপা উপজেলার মতো সংঘাতপূর্ণ এলাকায় ছোট ছোট কিছু বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।

 

বান্দরবান

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও লামায়  ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তোফাইল আহম্মদ। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ১৫ হাজার ১৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মো. সফিউল্লাহ পেয়েছেন ১১ হাজার ৪৩২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. কামাল উদ্দিন। চশমা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৪ হাজার ৪৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়াপাখি প্রতীক নিয়ে শাহ জাহান কবির পেয়েছেন ১১ হাজার ৮৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সানজিদা আক্তার। কলস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১০ হাজার ৬১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পদ্মফুল প্রতীক নিয়ে হামিদা চৌধুরী পেয়েছেন ৯ হাজার ২৯৫ ভোট।

অন্যদিকে লামা উপজেলা পরিষদ নির্বাচনে মোস্তফা জামাল চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২০ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের হোসেন মজুমদার মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ১৬ ভোট।

প্রদীপ কান্তি দাশ টিউবওয়েল প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান ও সুলতানা নাজমা প্রজাপতি প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট কার্যক্রম সম্পন্নের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। নির্বাচন চলাকালে কোনো ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

কুড়িগ্রাম

কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। রাজারহাট উপজেলায় জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী, উলিপুর উপজেলায় সাজাদুর রহমান তালুকদার ও সদর উপজেলায় মো. মন্জুরুল ইসলাম রতন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রাজারহাট উপজেলায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৭ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু নুর মো. আখতারুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৭৩ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের অজয় কুমার ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাঁস প্রতীকের ফারজানা বেগম।

উলিুপর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাজাদুর রহমান তালুকদার। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৪৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম হোসেন মন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৮৪ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু সাইদ এবং কলস প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মতি শিউলী।

অন্যদিকে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. মন্জুরুল ইসলাম রতন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমান উদ্দিন আহমেদ মন্জু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৮৩ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের আব্দুল আউয়াল ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আফরোজা বেগম আলপনা।

স্ব স্ব উপজেলার কন্ট্রোল রুম ও জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নাটোর

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় ভোটগ্রহণ হয়েছে।

বাগাতিপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা এএসএম জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেল প্রতীকে ১৪ হাজার ৬৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মো. আসলাম উদ্দিন শালিক প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৪৯ ভোট।

অন্যদিকে লালপুর উপজেলায় চেয়ারম্যান পদে শামীম আহমেদ সাগর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কাপ পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ৩০ হাজার ৫১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন ঝলফু দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৯৯৭ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মাছুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই দ্বিতীয় ধাপে নাটোরের দুই উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি

খাগড়াছড়ি সদর, পানছড়ি ও দীঘিনালায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করা হয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম আনারস প্রতীকে ১৬ হাজার ৮২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্তোষিত চাকমা বকুল দোয়াত কলম প্রতীক পেয়েছেন ৮ হাজার ৫৬৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ক্যউচিং মারমা ১৬ হাজার ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কল্যাণি ত্রিপুরা কলস প্রতীক নিয়ে ১৭ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)  সমর্থিত প্রার্থী চন্দ্র দেব চাকমা কাপ পিরিচ প্রতীকে ২৪ হাজার ৮৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিটন চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩৫৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে সৈকত চাকমা টিউবওয়েল প্রতীকে ২৪ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিতা ত্রিপুরা ফুটবল প্রতীক নিয়ে ২১ হাজার ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সমর্থিত প্রার্থী ধর্ম জোতি চাকমা মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৩ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কাশেম আনারস প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৯০৬ ভোট।

দীঘিনালা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে সুসময় চাকমা চশমা প্রতীকে ৩২ হাজার ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিমা দেওয়ান কলস প্রতীক নিয়ে ৩০ হাজার ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

স্ব স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।

 

চাঁদপুর

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুরে তিনটি উপজেলায় ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. হুমায়ুন কবির। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৫০ হাজার ৪৯৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগ সদস্য ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দোয়াত কলম প্রতীকের প্রার্থী আইউব আলী বেপারী পেয়েছেন ৩৫ হাজার ৩৫৩ ভোট।

হাজীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন মিয়াজী (আনারস) নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ভোট ২৬ হাজার ৫৮৮। তার নিকটতম প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন (দোয়াত কলম) পেয়েছেন ২৫ হাজার ৭০ ভোট। অপর প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মজুমদার (ঘোড়া) ১ হাজার ৩০ ভোট পেয়েছেন।

শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সমর্থিত ঘোড়া প্রতীকের মুকবুল হোসেন। ৩২ হাজার ৬৭৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনসার প্রতীকের ওমর ফারুক পেয়েছেন ২৬ হাজার ৯৮ ভোট।

রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ মঙ্গলবার রাতে বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।

 

নেত্রকোণা

নেত্রকোণা সদরে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মো. মারুফ হাসান খান অভ্র, বারহাট্রায় কাজী শাখাওয়াত হোসেন ও পূর্বধলায় উপজেলায় এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতদের মধ্যে সদর উপজেলায় মারুফ হাসান খান অভ্র হেলিকপ্টার প্রতীক নিয়ে ৩৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম হোসেন খান পাঠান বিমল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩৯৪ ভোট।

বারহাট্টা উপজেলায় কাজী শাখাওয়াত হোসেন ঘোড়া প্রতীক নিয়ে ৪২ হাজার ১০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খায়রুল কবীর খোকন মোটরসাইকেল  প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯২৯ ভোট।

এ ছাড়া পূর্বধলায় এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল মোটরসাইকেল প্রতীকে ৪৬ হাজার ৩২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮ ভোট।

 

সিলেট

সিলেটে দ্বিতীয় ধাপে সিলেটের তিনটি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিন উপজেলায় ৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন।

সিলেটের জৈন্তাপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী আনারস প্রতীক নিয়ে ৩৭ হাজার ৯০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল গফফার কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ১০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাহাদ উদ্দিন। তিনি টিউবওয়েল প্রতীকে ২৩ হাজার ৮৮৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা কবির আহমদ। তিনি চশমা প্রতীকে ১৫ হাজার ১৪২ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোছা. সুনারা বেগম। তিনি কলস প্রতীকে ২৭ হাজার ৮৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. পারভীন আক্তার। তিনি ফুটবল প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৭৪২ ভোট।

গোয়াইনঘাটে জেলা বিএনপির বহিষ্কৃত (কোষাধ্যক্ষ) শাহ আলম স্বপন ঘোড়া প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৫ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মো. ফারুক আহমদ পেয়েছেন ২৬ হাজার ৮৬৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস নির্বাচিত হয়েছেন। তিনি চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুতুবউদ্দিন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৭০০ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা রহিম কলি বিজয়ী হয়েছেন। তিনি পদ্মফুল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪৬৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মরিয়ম বেগম কলস প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ১২৫ ভোট।

কোম্পানীগঞ্জে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন আনারস প্রতীকে ২৮ হাজার ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ শামীম। তিনি মোটরসাইকেল প্রতীকে ২২ হাজার ২১৩ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. লাল মিয়া। তিনি চশমা প্রতীক নিয়ে ২৯ হাজার ১২২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইকবাল হোসেন। তিনি মাইক প্রতীকে ১৮ হাজার ৭৫ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আয়শা বেগম। তিনি কলস প্রতীক নিয়ে ২৭ হাজার ৮৫৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিরন জাহান হাঁস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৩২ ভোট।

স্ব স্ব উপজেলায় ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে ৯ জনকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

রাজবাড়ী

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজবাড়ী সদর,বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলায় ভোটগ্রহণ হয়েছে।

মঙ্গলবার রাতে তিন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে দেখা যায়, রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪৩ হাজার ১১১ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল ১৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে নাহিদুল আলম রাজু গ্যাস সিলিন্ডার প্রতীকে ১৯ হাজার ৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লুৎফুন নাহার ফুটবল প্রতীকে ১৪ হাজার ৬০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. মোস্তফা মুন্সি। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২৯ হাজার ৭৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মো. শহিদুল ইসলাম পেয়েছেন ৯৬১৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. আসাদুজ্জামান চৌধুরী। টিয়া পাখি প্রতীকে তিনি পেয়েছেন ২০ হাজার ৫৯ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. আফরোজা রাববানী কলস প্রতীকে ১৫ হাজার ৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়াও বালিয়াকান্দি উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন এহসানুল হাকিম সাধন। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৪২ হাজার ৬৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মো. মনিরুজ্জামান মনির তালা প্রতীকে ৩১ হাজার ৪৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা বেগম হাঁস প্রতীকে ৪৫ হাজার ৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোরশেদা খাতুন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ীর তিন উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

 

মানিকগঞ্জ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের তিনটি উপজেলা শিবালয়, ঘিওর ও দৌলতপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।

শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩২ হাজার ৫৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুর রহমি খান (দোয়াত কলম প্রতীক)। তার প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পেয়েছেন ২১ হাজার ৪৬৬ ভোট। আর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদ্য সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান খান পেয়েছেন ১৮ হাজার ১৭৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ৩৫ হাজার ৯৭৯ ভোটে জয়ী হয়েছেন আলী আহসান মিঠু। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী লালন ফরিক পেয়েছেন ২০ হাজার ৬৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২১ হাজার ৮১৭ ভোটে জয়ী হয়েছেন রুনা আক্তার। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাইশা হোসেন তামান্না পেয়েছেন ১৯ হাজার ১২০ ভোট।

ঘিওর উপজেলায় প্রথমবারের মতো চেয়ারম্যান পদে ২১ হাজার ৮০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামিদুর রহমান পেয়েছেন ৮ হাজার ৫৯৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ১৮ হাজার ৩২৮ ভোটে জয়ী হয়েছেন আবদুল আলিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিটন কুমার আইচ পেয়েছেন ১৪ হাজার ৯২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১ হাজার ৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন তাঞ্জিয়া খন্দকার। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালমা সিদ্দিক পেয়েছেন ১৪ হাজার ৮৬৩ ভোট।

অপরদিকে দৌলতপুর উপজেলায় প্রথমবারের মতো ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২২ হাজার ৬১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শফিকুল ইসলাম শফিক। তার প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা পেয়েছেন ১৪ হাজার ৩৪১ ভোট।

 

কুষ্টিয়া

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার কুমারখালী, ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলায় ভোটগ্রহণ হয়েছে।

কুমারখালী উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান খান। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৬০ হাজার ৯১০ ভোট। মান্নান খান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী গোলাম জিলানী পিটার পেয়েছেন ৪২ হাজার ২৭৯ ভোট।

অন্যদিকে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছোট ভাই বুলবুল আহমেদ চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৯৭ হাজার ২৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী আনিসুর রহমান পেয়েছেন ৫ হাজার ৩৮৬ ভোট।

মিরপুর উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন ৭১ হাজার ৫১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পেয়েছেন ২৫ হাজার ৩৪০ ভোট।

ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান মিঠু তার মনোনয়নপত্র প্রত্যাহারের পর আবু হেনা মোস্তফা কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মুকুল ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ ঢাকা পোস্টকে বলেন, কুষ্টিয়ার চার উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো প্রার্থীর অভিযোগ নেই। নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

কিশোরগঞ্জ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জের তিন উপজেলার ভোটগ্রহণ হয়েছে। ভোট গণনা শেষে তিন উপজেলায় তিন জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ তাদের জয়ী ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলায় চেয়ারম্যান পদে মঈনুজ্জামান অপু (ঘোড়া প্রতীক) ৪৩ হাজার ৮৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলী আকবর (দোয়াত কলম প্রতীক) ১৮ হাজার ৬৫২ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বদরুল আলম নাঈম (চশমা প্রতীকে) ৪৩ হাজার ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে সাথী বেগম (কলস প্রতীক) ৩৮ হাজার ৭৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকলী উপজেলা চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী নির্বাচন করেছেন। এর মধ্যে মোকারিম সর্দার (আনারস প্রতীক) ৩৬ হাজার ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান মো. রুহুল কুদ্দুস ভূঞা জনি (মোটরসাইকেল প্রতীক) ৩১ হাজার ৫৭ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মো. তাহের আলী (টিউবওয়েল প্রতীক) ২২ হাজার ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আরা বিউটি (হাঁস প্রতীক) ৩৮ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অষ্টগ্রাম উপজেলায় এএফ মাশুক নাজিম (ঘোড়া প্রতীক) ৪২ হাজার ৫৫১ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমসের (কাপ-পিরিচ প্রতীক) পেয়েছেন ১৮ হাজার ৭০৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আল আমিন সরকার (চশমা প্রতীক) ২১ হাজার ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে মোছা. শেলী আক্তার (হাঁস প্রতীক) ২৫ হাজার ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

জয়পুরহাট

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জয়পুরহাট সদর উপজেলায় হাসানুজ্জামান মিঠু ও পাঁচবিবি উপজেলায় সাবেকুন নাহার ওরফে শিখা বিজয়ী হয়েছেন। জেলা প্রশাসনের কনফারেন্স রুমে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

সদর উপজেলায় হাসানুজ্জামান মিঠু মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী এ ই এম মাসুদ রেজা পেয়েছেন ৩৬ হাজার ৯৮৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে অশোক ঠাকুর ২৩ হাজার ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ হাজার ৪৯৬ ভোট পেয়ে হাঁস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আছমা বিবি।

অপরদিকে পাঁচবিবি উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে সাবেকুন নাহার পেয়েছেন ৩৮ হাজার ৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৮০০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আকরাম হোসেন তালুকদার তালা প্রতীক নিয়ে ২৬ হাজার ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ হাজার ৪১৫ ভোট পেয়ে ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন রেবেকা সুলতানা।

 

গাইবান্ধা

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাইবান্ধা জেলার সদর, পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ হয়েছে।

গাইবান্ধা সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আমিনুর জামান রিংকু। দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন ৫৪ হাজার ৭৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকের প্রার্থী ইস্তেকুর রহমান পেয়েছেন ৪৮ হাজার ৯৪৪ ভোট।

পলাশবাড়ি  উপজেলা চেয়ারম্যান পদে মোকছেদ চৌধুরী বিদ্যুৎ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ১৯ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌহিদুল ইসলাম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট।

অপরদিকে গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে শাকিল আকন্দ বুলবুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৯০ হাজার ১৭৭ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ প্রধান পেয়েছেন ৭৭ হাজার ১১৪ ভোট।

ভোট গণনা শেষে বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ।

 

নরসিংদী

নরসিংদীর মনোহরদীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে নজরুল মজিদ মাহমুদ স্বপন ও বেলাবতে সমসের জামান ভূইয়া রিটন চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে বেসরকারি এ ফলাফল ঘোষণা করা হয়।

বেলাব উপজেলায় ১১ হাজার ১১৩ ভোটের ব্যবধানে চেয়ারম্যান হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমসের জামান ভূঁইয়া রিটন। তিনি মোটরসাইকেল প্রতীকে ৩০ হাজার ২০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন খান মোমেন কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯৩ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মো. হুমায়ুন কবির চশমা প্রতীক নিয়ে ১৯ হাজার ৮৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের মো. ইমদাদুল হক পান ১৬ হাজার ৯৮৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে নাজমুন্নাহার আমিনা ২৫ হাজার ৫৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা. রহিমা বেগম সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫৯৬ ভোট।

মনোহরদীতে বেসরকারি ফলাফলে ২২ হাজার ৯০৮ ভোটের ব্যবধানে নজরুল মজিদ মাহমুদ স্বপন চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ৩৩ হাজার ৮১৯ ভোট পেয়েছেন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. ফজলুল হক ঘোড়া প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯১১ ভোট।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. তৌহিদ সরকার মাইক প্রতীকে ১৪ হাজার ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির মৃধা বই প্রতীকে পান ১১ হাজার ৪৭৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহনাজ পারভীন হাঁস প্রতীক নিয়ে ২৪ হাজার ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফরোজা সুলতানা রুনী প্রজাপতি প্রতীকে পেয়েছে ১৫ হাজার ৮০৬ ভোট।

 

গাজীপুর

গাজীপুর কালিয়াকৈর  উপজেলা পরিষদ নির্বাচনে ১২৮টি কেন্দ্রর প্রাপ্ত ফলাফলের তথ্যের ভিত্তিতে চেয়ারম্যান পদে (মোটরসাইকেল ) প্রতীক নিয়ে সেলিম আজাদ ৮৩ হাজার ৯ শ ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মনোয়ার হোসেন শাহীন  (তালা ) প্রতীকে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ শরিফা আক্তার (হাঁস) প্রতীকে বিজয়ী হয়েছেন।

 

শেরপুর

শেরপুর জেলার নকলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ এবং ভাইস চেয়ারম্যান পদে আবু হামযা কনক ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে লাকী আক্তার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান পদে এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, দোয়াত-কলম প্রতীকে ২০ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোকশেদুল হক শিবলু, কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ২১৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্র লীগের আহবায়ক আবু হামযা কনক চশমা প্রতীকে ৩১ হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু পেয়েছেন ২৭ হাজার ১৪২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে গত দুই বারের পরাজিত লাকী আক্তার, প্রজাপতি প্রতীকে ৬১ হাজার ২৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের সদ্যসাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফরিদা ইয়াসমিন, হাঁস প্রতীকে ৮ হাজার ১৩৪ ভোট পেয়েছেন।

 

চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

ফটিকছড়িতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দীন মুহুরী। ১৭ হাজার ৯৯৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।

নির্বাচনে নাজিম উদ্দিন মুহুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯ হাজার ৩৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪১ হাজার ৭৬৭ ভোট।

একইদিনে রাঙ্গুনিয়া  উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৯৫টি কেন্দ্রের ৬২১টি বুথে ২ লাখ ৯৮ হাজার ৬৭৯ ভোটের মধ্যে সংগ্রহ হয়েছে ৯৫ হাজার ৩৬৩টি (৩১.৯২%) ভোট।

 ভাইস চেয়ারম্যান পদে ৯০ হাজার ৫১১ ভোট পেয়ে শেখর বিশ্বাস জয়ী হয়েছেন, তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ওমর ফারুক পেয়েছেন ৪ হাজার ৮৫২ ভোট। 

 

নীলফামারী

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা রিয়াদ আরফান সরকার রানা বিপুল ভোট পেয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শেষে রাত ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. নূর-ই-আলম সিদ্দিকী।

রিয়াদ আরফান সরকার রানা দোয়াত-কলম প্রতীকে ৩২ হাজার ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত রানা বিএনপি দলীয় সাবেক এমপি ও সৈয়দপুর পৌরসভার কয়েকবারের মেয়র প্রয়াত আমজাদ হোসেন সরকার ভজের ছেলে। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকে আ’লীগ নেতা আজমল হোসেন পেয়েছেন ১৮ হাজার ১৭২ ভোট। এই পদে মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপজেলার ৯১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬৯ হাজার ২৭৩টি। ভোটের হার শতকরা ৩১ দশমিক ৭৮ ভাগ।

 

হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবলে দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (২১ মে) রাত ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনজুর আহসান।

বেসরকারি ফলাফলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাওলানা আনোয়ার হোসাইন সালেহী দোয়াত কলম প্রতীকে ১৮ হাজার ৬৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই ১২ হাজার ৭৮৪ ভোট পেয়েছেন। 

ভাইস চেয়ারম্যান পদে হাফেজ  কামরুল ইসলাম (চশমা) প্রতীকে ১৮ হাজার ৩৮৯  ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফারুকুর রশিদ  (পালকী) প্রতীকে পেয়েছেন ১১ হাজার ২৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার রীতা ১৫ হাজার ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাতীয়  মহিলা পার্টির সাধারণ সম্পাদক  হাসিনা আক্তার শিপা (হাঁস ) - ১৩ হাজার ৯৫৬ ভোট পান।

 

মাগুরা

মাগুরার মহম্মদপুর উপজেলায় দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পলাশ মন্ডল বেসরকারি ভাবে এ নির্বাচনী  ফলাফল ঘোষণা করেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান (আনারস) প্রতীক নিয়ে-৪৩,৯৭৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি (শালিক প্রতীক নিয়ে) মোঃ কবিরুজ্জামান কবির-৩৩,৯৬২ ভোট পেয়েছেন। 

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের  প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ঈদুল শেখ (চশমা) প্রতীক নিয়ে-৪৮,০১৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুজন শিকদার  (তালা প্রতীক)নিয়ে-২২,০০১ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে( হাঁস) প্রতীক নিয়ে মোছাঃ শামীমা হাসান পলি-৩৮,৫৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সপ্না রানী বিশ্বাস (কলস) প্রতীক নিয়ে-১৭,৪৯৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

 

ময়মনসিংহ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ময়মনসিংহের তিনটি উপজেলায় শান্তিপূর্ণ  ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষনা করা হয়েছে। বেসরকারি এই ফলাফলে ময়মনসিংহ সদরে আবু সাঈদ, মুক্তাগাছায় আব্দুল হাই এবং গৌরীপুরে সোমনাথ সাহা বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাতে সংশ্লিষ্ট সহকারি রির্টানিং কর্মকর্তাদের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এই তথ্য জানা যায়।

এর মধ‍্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ দোয়াত কলম প্রতীকে ৪৫ হাজার ৭১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৫৫৭ ভোট।

গৌরীপুরে  আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ৮৬২ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান (দোয়াত কলম) পেয়েছেন ৪৮ হাজার ৫৯ ভোট। অপর প্রার্থী এইচ এম খায়রুল বাসার (ঘোড়া) পেয়েছেন ১০ হাজার ৮২ ভোট।

এছাড়া মুক্তাগাছা উপজেলার ১১৮ টি ভোট কেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রেই সর্বোচ্চ ভোটে মোটরসাইকেল প্রতীকে বিজয়ী হন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী তার পরিষদের ভাইস
চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আরব আলী দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৭৩৮ ভোট।

 

বরগুনা

৬ষ্ঠ উপজেলা পরিষদ  নির্বাচনে বরগুনা সদর ও  বেতাকি উপজেলায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) দিনভর এ ২ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বর্তমান চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম পুনরায় ও বেতাকি উপজেলার মোহাম্মদ খলিলুর রহমান খান চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন গতকাল (২১ মে) রাত বারোটার দিকে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এতে বরগুনা সদর উপজেলায়  মো: মনিরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ৩৮ হাজার ৮১২ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ এনামুল হক শাহীন পেয়েছেন ৩৬ হাজার ৭৭৯ ভোট।

বেতাগী উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে ১২ হাজার ৩০৭ ভোট পেয়ে বিজয়ী হন মো: খলিলুর রহমান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন খ. ফাহরিয়া সংগ্রাম।

রিটার্নিং অফিসার মো: আবদুল হাই আল হাদী  বরগুনা উপজেলার মো: মনিরুল ইসলামকে চেয়ারম্যান, মো: আরিফ হোসেন মোল্লা ও লাভলী আক্তারকে ভাইস চেয়ারম্যান হিসেবে  বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

 

ঠাকুরগাঁও

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে শিষ্যের কাছে গুরুর পরাজয় হয়েছে। এই নির্বাচনে বিরোধী দলের কোন প্রার্থী অংশগ্রহণ না করায় বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের তিন প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই করতে দেখা যায়।

এতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সইদুল হক (আনারস), উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব (ঘোড়া)ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের (মোটরসাইকেল) প্রতীক নিয়ে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

গুরু শিষ্যের লড়াইয়ে বেশ জমে উঠে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচন। মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিচ্ছিন্ন কোন ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে চেয়ারম্যান পদে (ঘোড়া) প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব ১০০৭৫ ভোট বেশি পেয়ে প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন মোট ৪৪ হাজার ২৫৫ ভোট ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক (আনারস) প্রতীকে ভোট পেয়েছেন ৩৪ হাজার ১৮০ ভোট, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৩৫ ভোট ।

এছাড়াও এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে (টিউবওয়েল) প্রতীকে সোহেল রানা ৩৩ হাজার ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রমজান আলী বৈদ্যুতিক (বাল্ব) প্রতীকে ৩২ হাজার ৮৩ ভোট পেয়েছেন। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে (হাঁস) প্রতিকের প্রার্থী সারমিন আক্তার ৩২ হাজার ৭৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরিদা ইয়াসমিন (ফুটবল) প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ১৭৫ ভোট ।

ভোট শেষে কেন্দ্র থেকে আসা ফলাফল সংগ্রহ করে উপজেলা হলরুমে বিজয়ী প্রার্থীদের বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।

 

সুনামগঞ্জ

সুনামগঞ্জের ধর্মপাশায় ৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ কোন অপৃতিকর ঘটনা ছাড়াই  শান্তিপূর্ণভাবে ৪৩ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এই উপজেলায় ছয়টি ইউনিয়নে মোট ১০৬৫২৫ ভোট, কাস্টিং হয়েছে ৫০৫১১ ভোট, বৈধ ভোট -৪৮৯৬১, বাতিল ভোট -১৫৫০। 
এতে  ধর্মপাশা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে শামীম আহমেদ মুরাদ ঘোড়া মার্কায় ১৮,৪৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসরিন সুলতানা দিপা আনারস মার্কায় ১১,৫৬৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মোট চেয়ারম্যান প্রার্থী ছিল ৬ জন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট এ.এইচ.এম. ওয়াসিম উড়োজাহাজ মার্কায় ১৬,৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ফেরদৌসুর রহমান টিউবওয়েল মার্কায় ১২,৫৮১ পেয়ে পরাজিত হয়েছেন। মোট প্রার্থী ছিল ৬ জন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনামিকা আক্তার হাঁস মার্কায় ২৪,৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়াসমিন আক্তার কলসি মার্কায় ৯,০৮১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মোট প্রার্থী ছিল ৫ জন।

ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন  বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে উৎস মুখর পরিবেশে হয়েছে।

 

জামালপুর

জামালপুরের ইসলামপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১মে) উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ হয়।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আ‍‍`লীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম।

পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ ১৮,২৫৫ পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক ইকবাল হিরো পেয়েছেন ৪,৪৯৬ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যূঁথী ১২,১২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আঞ্জুমানআরা বেগম পেয়েছেন ১১,৬৩০ ভোট।

 

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ছেড়ে দেওয়া চেয়ার ফিরে পেয়েছেন সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যানে শিউলী বেগমের ওপরই ভরসা রেছেছেন ভোটাররা।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান হিসেবে বেছে নিয়েছেন মো. রবিউল খান নয়নকে।

মঙ্গলবার (২১ মে) ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার উজ্জল হোসেন।

ঘোষিত ফলাফলে জানানো হয়, কাপ-পিরিচ প্রতীকে ৮১ হাজার ৮৩০ ভোট পেয়ে সৈয়দ নজরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো. মহসিন আলী মিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬৭, হাজার ২০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মো. রবিউল খান নয়ন লকূপ প্রতীকে ৬২ হাজার ৬২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রার্থী মো. শামীম রেজা তালা প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৭৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিউলী বেগম প্রজাপতি প্রতীকে ৫৮ হাজার ৫২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রার্থী মোসা. নুরজাহান ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৯৯ ভোট।

এবার উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৩৩ দশমিক ৬৮ শতাংশ বলে নিশ্চিত করেছেন শিবগঞ্জের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. উজ্জল হোসেন।

 

নওগাঁ

নওগাঁর পোরশা উপজেলায় ভোট গণনা শেষে মঙ্গলবার (২১ মে) রাত ১১টার দিকে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এতে নির্ব চিত হোন শাহ মনজুর মোরশেদ চৌধুরী চেয়ারম্যান, ও মমতাজ বেগম মহিলা ভাইস চেয়ারম্যান।

প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পোরশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শাহ মনজুর মোরশেদ চৌধুরী বেসরকারিভাবে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। কাপ-পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ২৬ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা ঘোড়া প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৪৭৯ ভোট।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোট চারজন। মোঃ আনোয়ারুল ইসলাম মোটরসাইকেল প্রতীক। মোঃ কাজিবুল ইসলাম আনারস প্রতীক। মোঃ মোফাজ্জল হোসেন মোল্লা ঘোড়া প্রতীক ও শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী কাপ পিরিচ প্রতীক।

পোরশা উপজেলা ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসাবে বেসরকারিভাবে প্রথমবার নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান । বই প্রতীকে তিনি পেয়েছেন ১৬১৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ মোজাম্মেল হক তালা প্রতীক পেয়েছেন ৯৬৬৫ ভোট। 

বেসরকারিভাবে তাদের বিজয়ী করে ফলাফল ঘোষণা করেন স্ব স্ব উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান।

 

ভোলা

ভোলায় দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১১টায় বেসরকারিভাবে প্রার্থীদের ফলাফল প্রকাশ করেন জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তারা।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ভোলা সদর উপজেলায় মোটর সাইকেল প্রতীকে ৭১ হাজার ১শ’ ৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন মোহাম্মদ ইউনুছ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশারেফ হোসেন (আনারস প্রতীক) পেয়েছেন ৪০ হাজার ৮৭ ভোট।  ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে ৫৩ হাজার ৯শ’ ৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন শাহ আলী নেওয়াজ পলাশ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতিকে ৩২ হাজার ৬শ’ ৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন ছালেহা আখতার চৌধুরী।

দৌলতখান উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মনজুর আলম খান (কাপ-পিরিচ) প্রতীক। তিনি পেয়েছেন ১৪ হাজার ১শ’ ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুর রশীদ চৌধুরী (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন ১১ হাজার ৮শ’ ৯৭ ভোট। 

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আনোয়ারুল ইসলাম (চশমা) প্রতীক। তিনি পেয়েছেন ১৯ হাজার ২শ’ ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ সেলিম (টিইউবওয়েল) প্রতিক পেয়েছেন ১২ হাজার ২শ’ ১৬ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে  বিজয়ী হয়েছেন কহিনুর ওবায়েদ উল্যাহ (কলস) প্রতিক। তিনি পেয়েছেন ২১ হাজার ১শ’ ৩ ভোট।

বোরহানউদ্দিন উপজেলায় ৮১টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন (আনারস প্রতীক) জাফর উল্লাহ চৌধুরী। তিনি পেয়েছেন ২৯ হাজার ২শ’ ৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম (দোয়াত-কলম) পেয়েছেন ১৮ হাজার ৯শ’ ৬৪ ভোট। 

ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন (তালা প্রতীকে) মোহাম্মদ আলী হীরা। তিনি পেয়েছেন ২৭ হাজার ২শ’ ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসিব চৌধুরী বাঁধন (উড়োজাহাজ প্রতিক) পেয়েছেন ১৫ হাজার ১শ’ ৩৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন (কলস প্রতীক) আকতারুন নেছা রিনু। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৪শ’ ২৯ ভোট। 
 

বিআরইউ

Link copied!