Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মধুপুরে উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের শিক্ষক ও সুপারভাইজারদের সমন্বয় সভা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ২৩, ২০২৪, ০২:৩৮ পিএম


মধুপুরে উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের শিক্ষক ও সুপারভাইজারদের সমন্বয় সভা

টাঙ্গাইলের মধুপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি -৪) মধুপুর উপজেলায় শিক্ষক সুপার ভাইজারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপানুষ্ঠানিক শিক্ষার সহকারী পরিচালক আহসান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, উপজেলা কৃষি অফিসার শাকুরা নাম্নী, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন আলমগীর প্রমুখ।

সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত ৭০টি উপানুষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

ইএইচ

Link copied!