ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
মে ২৩, ২০২৪, ০২:৫৩ পিএম
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
মে ২৩, ২০২৪, ০২:৫৩ পিএম
ছাতকে দপ্তরির হামলায় গুরুতর আহত হয়েছেন একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এ ঘটনাটি ঘটে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শংকরী রানী দে বিদ্যালয়ের দপ্তরি রুবেল মিয়াকে বিদ্যালয় পরিষ্কারের কথা বললে সে চটে যায়। বিদ্যালয় পরিষ্কার করা তার কাজ নয় বলে সে প্রধান শিক্ষিকার দিকে তেড়ে আসে।
এ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই প্রধান শিক্ষিকাকে চেয়ার দিয়ে আঘাত করে রুবেল মিয়া। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা নাসিরা বেগম, খাদিজা বেগম এ সময় তার হাত থেকে চেয়ার কেড়ে নিলে সে আবারও লোহার রড় দিয়ে প্রধান শিক্ষিকা শংকরী রানী দের মাথায় আঘাত করে তাকে গুরুতর আহত করে।
এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী রুবেল মিয়া ভাতগাঁও গ্রামের মো. কাচা মিয়ার পুত্র।
ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সিংগের কাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম খান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইএইচ