Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

যশোরে আঞ্চলিক কৃষি গবেষণার উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

মে ২৩, ২০২৪, ০৫:৪৪ পিএম


যশোরে আঞ্চলিক কৃষি গবেষণার উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (বারিঅঙ্গ) অর্থায়নে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের আয়োজনে বারি তিল-৪ এর ওপর মাঠ দিবস যশোর সদর উপজেলার আরবপুরের সুজলপুর গ্রামে অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প সমন্বয়ক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসী বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোর আর্মি মেডিকেল কলেজের উপ-পরিচালক (প্রশাসন) মেজর অবসরপ্রাপ্ত মো. মোসলেম উদ্দিন শিকদার এবং যশোর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির, বৈজ্ঞানিক কর্মকর্তা শাহারিয়ার কবির।

মাঠ দিবসে সুজলপুর এলাকার কৃষক-কিষানীরা উপস্থিত ছিলেন। এ সময় কৃষকদের মধ্যে বক্তব্য দেন মো. রুহুল আমিন হায়দার।

মাঠ দিবসটি সার্বিক পরিচালনা করেন যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. বাবুল আনোয়ার।

ইএইচ

Link copied!