Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘বিএনপির কোনো ষড়যন্ত্র বাংলার জনগণ সফল হতে দিবে না’

রংপুর ব্যুরো

রংপুর ব্যুরো

মে ২৩, ২০২৪, ০৬:২২ পিএম


‘বিএনপির কোনো ষড়যন্ত্র বাংলার জনগণ সফল হতে দিবে না’

বিএনপির অপপ্রচার করার মতো কথা বলার ভাণ্ডার শূন্য হয়ে গেছে। বিশ্ব মোড়লদের কথায় ক্ষমতার ঘোর স্বপ্ন দেখেছিল তারা। সেটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তাই বিএনপির কোনো ষড়যন্ত্র আর বাংলার জনগণ সফল হতে দিবে না বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে তিন দিনব্যাপী পাট বহুমুখী পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

এ সময় পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, কোন কুচক্রীয় মোড়লের চোখ রাঙানোর কাছে মাথানত করার পর্যায়ে বাংলাদেশ আর নেই। পোশাক শিল্প যেভাবে বিশ্ববাজার দখল করেছে। ঠিক সেভাবে পাট ও চামড়াজাত শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এছাড়াও পাট পণ্যের হারোনো গৌরবোজ্জ্বল ফেরাতে নানামুখী উদ্যোগের কথা জানান মন্ত্রী।

পরে মন্ত্রী রংপুর শিল্পকলা অডিটরিয়ামে জেলা প্রশাসনের সহযোগিতায় ও পাট অধিদপ্তর, জেডিপিসি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

ইএইচ

Link copied!