Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

ফরিদপুরে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

মে ২৩, ২০২৪, ০৬:৩৫ পিএম


ফরিদপুরে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে এক গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপের দায়ে গৌতম মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অ্যাসিড নিক্ষেপের শিকার গৃহবধূকে দেওয়ার নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।

এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গৌতম মন্ডল ফরিদপুরের মধুখালী উপজেলার শ্রীনাথপুর গ্রামের বাসানু মণ্ডলের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ নভেম্বর রাতে ওই গৃহবধূ স্বামীর বাড়ি মধুখালী উপজেলার জগন্নাথদীতে রান্না করছিলেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আসামি গৌতম মন্ডল তার শরীরের বিভিন্ন স্থানে অ্যাসিড নিক্ষেপ করেন। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে, ওই গৃহবধূ এখনও শরীরের বিভিন্ন স্থানে এসিডের স্মৃতিচিহ্ন নিয়ে বেঁচে আছেন। এ ঘটনায় মধুখালী থানায় পরবর্তীতে একটি মামলা দায়ের করে ওই গৃহবধূর পরিবার।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের দায়ে গৌতম মন্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই গৃহবধূকে এক লক্ষ টাকা দিতে বলা হয়েছে আসামিকে।

ইএইচ

Link copied!