Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাদারীপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

মে ২৩, ২০২৪, ০৮:৪৩ পিএম


মাদারীপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

মাদারীপুরের ডাসার উপজেলার কাজিবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাইজপাড়া গ্রামের পুকুরে এ ঘটনা ঘটে। ওই দুই বোন হলো মাশফিয়া আক্তার(৮) ও আফিয়া আক্তার (৭)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

মাশফিয়া আক্তার কাজিবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের গোলাম আজম মেয়ে ও আফিয়া আক্তার একই গ্রামের গোলাম ফারুকের মেয়ে। তারা উভয় স্থানীয় নুরানী মাদরাসার ছাত্রী।

স্বজনরা জানায়, বাড়ির পাশে তারা দুইজন খেলা করছিল। অনেকক্ষণ সময় তাদের না দেখে খোঁজাখুঁজি করতে থাকেন সবাই। বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই বোনকে উদ্ধার করে। পরে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ডাসার থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইএইচ

Link copied!