Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যশোরে ক্লিনিকের ছাদ থেকে পড়ে রোগী নিহত

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

মে ২৪, ২০২৪, ০৩:২৩ পিএম


যশোরে ক্লিনিকের ছাদ থেকে পড়ে রোগী নিহত

যশোর শহরের মডার্ন ক্লিনিক নামে একটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি ছাদ থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম যশোর সদর উপজেলার বসুন্দিয়ার কেফায়েত নগর গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে।

নুরুল ইসলামের ভাই বিল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, তার ভাই দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। সকালে তিনি ও তার মা নূরুল ইসলামকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে মর্ডান ক্লিনিকে ডা. সালেহমীরের চেম্বারে নিয়ে আসেন। চিকিৎসকের জন্য অপেক্ষাকালে নূরুল ইসলাম অগোচরে ক্লিনিকের ছাদে চলে যায় এবং সেখান থেকে লাফ দেয়। পরে লোকজনের চিৎকার শুনে ক্লিনিকের পিছনে গিয়ে দেখেন তার ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে নুরুল ইসলাম মারা যান।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেছেন, নুরুল ইসলাম মানসিক ভারসাম্যহীন। ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!