Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে কলোনির ৫০টি ঘর পুড়ে ছাই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মে ২৪, ২০২৪, ০৪:১১ পিএম


কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে কলোনির ৫০টি ঘর পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলির চালা এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড কলোনির ৫০টি ঘর পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার তেলিরতলার একটি টিনশেড কলোনিতে লাগা আগুনে অন্তত ৫০টি ঘর পুড়ে ছাই হয়।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে একটি আবাসিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী আগুন নিভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে টিনশেড আবাসিক কলোনির ৫০টি কক্ষ পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন জানান, দুপুরে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে তাদের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় দুপুর সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ইএইচ

Link copied!